বিয়ে কি সামনেই? অবশেষে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী

ইনস্টাগ্রামে সূর্য এবং তাঁর পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছেন মৌনী। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে সূর্যর পরিবারের সঙ্গেও নাকি বেশ ভাল সম্পর্ক অভিনেত্রীর। এমনকি সূর্যর বাবা এবং মা’কেও নাকি মৌনী মা-বাবাই ডাকেন।

বিয়ে কি সামনেই? অবশেষে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী
মৌনী রায়।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 8:08 PM

মৌনী রায়। বলিপাড়ার বাঙালি অভিনেত্রী। ইন্ডাস্ট্রির খবর, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনী। পাত্র আবার দুবাইয়ের ব্যাঙ্কার। নাম সূর্য নাম্বিয়ার। এই প্রথম বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, “ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি আমি। যদি বিয়ে করি সারা বিশ্ব তা জানতে পারবে। বিওয়ে নিয়ে আমার বক্তব্য এই টুকুই।” মৌনী যতই এড়িয়ে যান না কেন সূত্রের খবর ইতিমধ্যেই নাকি বিয়ের ব্যাপারে কথা বলার জন্য সূরজের বাবা-মায়ের সঙ্গেও দেখা করেছেন মৌনীর মা। কাজ এগচ্ছে ভালই।

ইনস্টাগ্রামে সূর্য এবং তাঁর পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছেন মৌনী। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে সূর্যর পরিবারের সঙ্গেও নাকি বেশ ভাল সম্পর্ক অভিনেত্রীর। এমনকি সূর্যর বাবা এবং মা’কেও নাকি মৌনী মা-বাবাই ডাকেন। গত বছর লকডাউন চলাকালীনই জানা যায়, গোটা লকডাউন নাকি দুবাইয়ের সূর্যের বাড়িতেই ছিলেন মৌনি।

View this post on Instagram
celebritiy

A post shared by mon (@imouniroy)

এর আগে ২০১৯ নাগাদ মৌনীর এক বন্ধু রূপালি প্রথম বার তাঁর এবং সূর্যের একসঙ্গে ছবি পোস্ট করায় তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যদিও সে সময় মৌনী বলেছিলেন, “যারা আমার কাছে ম্যাটার করে তাঁরা জানে আমি সিঙ্গল। সঠিক মানুষের অপেক্ষায় আছি। যাকে তাকে তো আর ডেট করতে পারব না!” ছবিটিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। বি-টাউনের খবর, সূর্যের মধ্যেই অবশেষে ‘মিস্টার রাইট’কে খুঁজে পেয়েছেন মৌনী। এখন শুধু সময়ের অপেক্ষা।

mouni-roy

মৌনী রায়, ইনসেটে সূরজ নামবিয়ার।