পিছিয়ে যাচ্ছে না ‘ভুল ভুলাইয়া ২’-এর রিলিজ, জানালেন প্রযোজক ভূষণ কুমার
কথা ছিল, এই বছরের শেষে ১৯ নভেম্বর রিলিজ করবে ‘ভুল ভুলাইয়া ২’। কিন্তু কার্তিকের কোভিড পজিটিভ হওয়ায় শুটিং কিছুদিন বন্ধ রাখতে হয়েছে। কিন্তু শুটিং বন্ধ থাকলেও ছবির রিলিজ পিছিয়ে যাচ্ছে না বলে জানিয়েছেন ছবির প্রযোজক।
বেশ জোরকদমে চলছিল ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং। কিন্তু ছবির হিরো কার্তিক আরিয়ান করোনা আক্রান্ত হওয়ায় সব ওলট-পালট হয়ে যায়। ছবির শুটিং বন্ধ হয়ে যায়। এখনও করোনা মুক্ত হয়ে যাননি তিনি। তাই শুটিং শুরু করা এই মুহূর্তে সম্ভব নয়। স্বাভাবিকভাবে ছবি রিলিজ পিছিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু ছবির প্রযোজক ভূষণ কুমার সেই আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন।
কথা ছিল, এই বছরের শেষে ১৯ নভেম্বর রিলিজ করবে ‘ভুল ভুলাইয়া ২’। কিন্তু কার্তিকের কোভিড পজিটিভ হওয়ায় শুটিং কিছুদিন বন্ধ রাখতে হয়েছে। কিন্তু শুটিং বন্ধ থাকলেও ছবির রিলিজ পিছিয়ে যাচ্ছে না বলে জানিয়েছেন ছবির প্রযোজক। তিনি বলেছেন, “ নির্দিষ্ট সময়ে হয়ত আমরা শুটিং শেষ করতে পারব না, কিন্তু আমরা আমাদের রিলিজ ডেট মিট করবই।”
View this post on Instagram
‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিংয়ে একটার পর একটা বাঁধা। কিছুতেই শেষ হচ্ছে না ছবির শুটিং। কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি অভিনীত এই ছবির বেশ কিছুটা অংশের শুটিং অনেক দিন আগেই হয়ে গিয়েছিল। কিন্তু কিছু অংশের শুটিং এখনও বাকি। এই বাকি অংশের শুটিং করতে গিয়েই যত বিপত্তি। যেন শনির দশা লেগেছে। কিছুতেই শেষ করা যাচ্ছে না বাকি অংশটুকু।
আরও পড়ুন :কত কিছু ‘এখন হারিয়ে গিয়েছে’, আক্ষেপের সুর অমিতাভের গলায়
ছবিতে কার্তিক এবং কিয়ারা ছাড়াও আছেন টাবু, রাজপাল যাদব। পরিচালনায় অনীশ বাজমি। চিত্রনাট্য লিখেছেন ফারহাদ সামজি এবং আকাশ কৌশিক।