অসমাপ্ত প্রেমের জন্যেই কি অবসাদ? ড্রাগ-মদ্যপানে ডুবে গিয়েছিলেন রেখা

Rekha Controversy: গোটা পৃথিবীর ভালবাসা যদি এক করা হয়, তবে ঠিক ততটাই ভালবেসেছিলেন তিনি অমিতাভকে। এমন সময় তাঁর নিজের বিয়ের প্রসঙ্গ কীভাবে সবটা সামলাবেন বুঝতে না পেড়েই জীবন হয়ে উঠেছিল বেসামাল। তিনি সংসার করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা অধরাই থেকে যায়।

অসমাপ্ত প্রেমের জন্যেই কি অবসাদ? ড্রাগ-মদ্যপানে ডুবে গিয়েছিলেন রেখা
Follow Us:
| Updated on: Apr 10, 2024 | 7:00 PM

বারে বারে নানা জল্পনা ছড়িয়েছে রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়ে। প্রকাশ্যে উঠে এসেছে গুজবের গুঞ্জণ। তবে সবটাই কি মিথ্যে! নিজে মুখে একাধিক তথ্যের উত্তর দিয়েছিলেন রেখা। তিনি নাকি মদ্যপানে আসক্ত, তিনি ড্রাগ নিচ্ছেন, ভেঙে পড়েছিলেন রেখা, সত্যি কি তাই! এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ‘সবটাই সত্যি’। গোটা পৃথিবীর ভালবাসা যদি এক করা হয়, তবে ঠিক ততটাই ভালবেসেছিলেন তিনি অমিতাভকে। এমন সময় তাঁর নিজের বিয়ের প্রসঙ্গ কীভাবে সবটা সামলাবেন বুঝতে না পেড়েই জীবন হয়ে উঠেছিল বেসামাল। তিনি সংসার করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা অধরাই থেকে যায়।

এরপরে ঠিক কীভাবে নিজেকে সামনে তিনি আবারও কাজ করবেন, প্রতিটা মানুষের সামনে হাসি মুখে ফ্রেমবন্দি হবেন, বুঝে পারছিলেন না। তখন সত্যি তিনি নিজেকে তিলে তিলে শেষ করছিলেন বলেই স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঠিক সেই সময় তিনি অন্য কীভাবে পরিস্থিতির মুখোমুখি হবেন বুঝতেই পারেননি। আর তখনই তিনি ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিলেন। একটা সময়ের পর পরিস্থিতির সঙ্গে তিনি মানিয়ে নিতে থাকেন। সকলেই জানতেন তাঁদের সম্পর্কের কথা, সকলেই জানতেন তাঁদের ভালবাসার কথা, কিন্তু কোথাও গিয়ে যেন তা অধরাই থেকে যায়।

যদিও সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টে যায়। সবটা পাল্টে নিয়ে ছিলেন রেখা। নিজেকে সামলে নিয়ে আবারও ফিরে এসেছিলেন ক্যামেরার সামনে। অভিনয় তাঁর রক্তে। ফলে পরিস্থিতি সামলে নিতে খুব বেশিদিন সময় নেননি তিনি। সবটাই দক্ষ হাতে সামলে নিয়ে দ্রুত ফিরেছিলেন কাজে। যদিও সেই অধ্যায়ের কথা মোটেও ভোলেননি তিনি।