Bigg Boss OTT: দিব্যাকে ‘নষ্ট’ বলে আক্রমণ নেহার, ঘরোয়া ঝামেলা পৌঁছল হাতাহাতিতে
বিগবসের বাড়িতে অতিথি হয়ে এসেছেন গত সিজনের বিগবস প্রতিযোগী রুবিনা দিলায়েক ও নিক্কি তাম্বোলী। এবারের প্রতিযোগীদের নিক্কি ও রুবিনা একটি টাস্ক দেন।
বিগবসের বাড়িতে ঝামেলা তুঙ্গে। একদিকে নষ্ট বলে দিব্যা আগরওয়ালকে আক্রমণ করছেন নেহা ভাসিন। অন্যদিকে নেহার উপর চটে গিয়ে তাঁকে পাল্টা আক্রমণ করছেন দিব্যা। ঘটনার সূত্রপাত এক ‘টাস্ক’কে কেন্দ্র করে।
বিগবসের বাড়িতে অতিথি হয়ে এসেছেন গত সিজনের বিগবস প্রতিযোগী রুবিনা দিলায়েক ও নিক্কি তাম্বোলী। এবারের প্রতিযোগীদের নিক্কি ও রুবিনা একটি টাস্ক দেন। শমিতা ও রাকেশের মধ্যে কার থাকাত উচিত ও কার উচিত না সে বিষয় দুজনকে যৌথভাবে একটি নাম প্রকাশ্যে আনার কথা বলেন তাঁরা। দিব্যা জানান শমিতাকে তিনি বিগবসের ‘সিতারে ওয়াল’-এর ওপারে দেখেন না। তাঁর নিরিখে রাকেশ বেশি যোগ্য। অন্যদিকে শমিতা ভাল বন্ধু নেহা ভাসিন জানান তাঁর মতে শমিতাই বেশি যোগ্য।
শমিতাকে যোগ্য মনে না করার কারণ হিসেবে দিব্যা বলেন, “শমিতা ও নেহা দুজনেই সমানাধিকারের কথা বললেও, বিগবসের বাড়িতে এমন কিছু কথা তাঁরা বলেছেন যা তাঁদের বলা কথার পরিপন্থী। দিব্যার কথাকে পাত্তা না দিয়ে নেহা মেঝেতে শুয়ে ঘুমোনোর ভান করতেই রেগে যান দিব্যা। এভাবে ঘুমিয়ে থাকা মানে যে কথা বলছে তাকে অসম্মান করা– নেহার উদ্দেশ্যে এই কথা বলতেই নেহা চিৎকার করে পাল্টা বলেন, “ভাঙাচোরা বিক্রিওয়ালার মতো কথা বোলো না।” পাশাপাশি দিব্যাকে নষ্ট হয়ে যাওয়া মহিলা বলেও উল্লেখ করেন নেহা। দিব্যা চুপ করতে বললেও নেহা না থামলে আচমকাই নেহার কাঁধ ধরে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দিব্যা। থেমে থাকেন না নেহাও। সব মিলিয়ে উত্তাল হয়ে যায় পরিস্থিতি।
View this post on Instagram
প্রসঙ্গত, নেহার দিব্যাকে ‘কাবাড়িওয়ালা’ অর্থাৎ ভাঙাচোরা বিক্রিওয়ালা বলে উল্লেখ করতেই নেহার উপর চড়াও হন নেটিজেনদের একটা বড় অংশ। সমাজের প্রতিটি স্তরের মানুষকে তিনি সম্মান করেন না– ওঠে এই অভিযোগও। একদিকে যখন তাঁদের মধ্যে কে বেশি যোগ্য এই নিয়ে ঝামেলা… অন্যদিকে দিন যত এগচ্ছে বিগবসের বাড়িতে শমিতা শেট্টি ও রাকেশ বাপ্তের রসায়নও আরও জমে উঠছে। শুধুই যে বন্ধুত্ব তা নয়, তাতে যোগ হচ্ছে ভালবাসা, মান-অভিমান। হচ্ছে ঝগড়া আবার পরমুহূর্তেই শমিতাকে জড়িয়ে ভালবাসায় শিক্ত করছেন রাকেশ। নেহার সঙ্গেও বেশ ভাল সম্পর্ক তাঁর। দিন কয়েক আগে নেহার সামনেই রাকেশকে নিয়ে মনে ঝাঁপি খুলেছিলেন শমিতা।
নেহাকে শমিতা বলেন, “একে অপরকে আমরা পছন্দ করি। রাকেশ খুবই ভাল মানুষ। কিন্তু মাঝেমধ্যেই ও ভীষণ কনফিউজড। আমি নই। আমি যখন কোনও সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ততেই আটকে থাকি।” যদিও ঝামেলাও লেগেই রয়েছে। রবিবার শো’র অপর প্রতিযোগী নিশান্ত ভাট শমিতাকে অহংকারী বলে সম্বোধন করেন, তাঁকে আখ্যা দেন ‘আইস কুইন’ হিসেবেও। প্রশ্ন তোলেন শমিতার সঙ্গে রাকেশের সম্পর্কের সমীকরণ নিয়েও। গোটা ঘটনার প্রতিবাদ করেন শমিতা। ঘটনার সময় রাকেশ নিশান্তের বলা কথায় প্রতিবাদ না করায় তাঁর উপরেও চটে যান শিল্পার বোন। চিৎকার করে বলতে থাকেন, “তুমি চুপ করে থাকো। ও (নিশান্ত) আমাদের সম্পর্ক নিয়ে যা ইচ্ছে বলে যাচ্ছে, বলছে আমি জোর খাটাই… আর এ সব শোনার পরেও তুমি চুপ করে থাকো। সারাক্ষণ ধরে আমিই শুধু আমার হয়ে কথা বলে যাব।”
তবে এ সবের মধ্যেও রয়েছে ভালবাসা। দিন কয়েক আগে রাকেশ-শমিতার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন রাকেশের বোন। তিনি বলেন, “আমি মনে করি ওদের সম্পর্ক বেশ মিষ্টি। ওদের ইকুয়েশন দেখতে তো ভালই লাগছে। আমরা ভাই-বোনেরা অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু আপনারা এর থেকে বেশি ব্যক্তিগত কোনও প্রশ্ন করলে তার উত্তর প্রকাশ্যে দেব না।”
শীতল আরও জানান, পেশাদার জগতে রাকেশ সব সিদ্ধান্ত নিজেই নিয়েছেন। তা নিয়ে পরিবারের কেউই কোনও দিন আপত্তি করেননি। বরং রাকেশের সিদ্ধান্তকে সম্মান করেছেন। শীতলের কথায়, “আমরা সকলে গত দু’বছর ধরে পুনেতে থাকি। আমরা ওকে মিস করছি। কিন্তু যত বেশি দিন সম্ভব বিগ বস-এ ও থাকুক, এটাও চাইব।”