Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parambrata-Chiranjeet: আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন ‘ভাদুড়ি মশাই’, ঘোষণা শীঘ্রই

Parambrata-Chiranjeet: টলিপাড়ার অন্দরের খবর সব ঠিক থাকলে এই সপ্তাহেরই হয়তো ঘোষণা করা হতে পারে নতুন সিজনের। এই সিরিজের চিত্রায়ণ দেখে মুগ্ধ দর্শক। পরিচালক, অভিনেতা থেকে দর্শক সকলেই মনে করছে, এই গল্প বড়পর্দায় সিনেমার অন্ধকার হলে বসে দেখার মজাই আলাদা হবে হবে। এই সিরিজের স্ক্রিনিং-এর দিন পরিচালক নিজেও তেমনই ইচ্ছে প্রকাশ করছিলেন। তবে কি এবার ‘ভাদুড়ি মশাই’-এর অলৌকিক কাহিনি বড় পর্দায় আসতে পারে? অস্বীকার করছে না টলিপাড়ার ওয়াকিবহাল মহল। এর আগেও দেখা গেছে 'একেনবাবু'র সিরিজ জনপ্রিয়তা পাওয়ার পর তা বড়পর্দাতেও সাফল্য পেয়েছে।

Parambrata-Chiranjeet: আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন ‘ভাদুড়ি মশাই’, ঘোষণা শীঘ্রই
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 1:56 PM

বাংলা সিনেমায় ভৌতিক গল্প খুব বেশি একটা হয় না। কয়েকটি হলেও দর্শকদের তা খুব বেশি ভয় দেখাতে পারেনি। হিন্দি ছবির বক্স অফিসে ভূত যতটা ব্যবসা এনে দিয়েছে, বাংলা ছবিতে তা হয়নি। তাই বলে কি বাঙালি ভৌতিক গল্প পছন্দ করে না? এমন তো বলা যাবে না। সাহিত্য থেকে পাড়ার আড্ডা… ‘তেনাদের’ গল্প শুনে উপভোগ করা হয় না, এমন নয়। সিনেমার কথা যদি বলতেই হয়, তাহলে ‘কুহেলি’, ‘কঙ্কাল’ বা সত্যজিৎ রায়ের ‘তিনকন্যা’ ছবির ‘মণিহারা’ এখনও বাঙালির স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। বলিউডে একের পর এক ভৌতিক, আধা ভৌতিক নানা ধরনের এক্সপেরিমেন্ট হতেই থাকে। সেই তুলনায় টলিউডের প্রচেষ্টা অনেক কম। এবার এই রকমই একটি ভৌতিক গল্প ওয়েব সিরিজে হাজির করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। শৌভিক চক্রবর্তীর লেখা ‘পর্ণশবরীর শাপ’-এর ভিত্তিতে নির্মিত ওয়েব সিরিজ এখন দর্শক হইহই করে দেখছেন, ভয়ও পাচ্ছেন। পরিচালক পরমব্রত কথায়, “বাংলা ছবিতে সবথেকে বেশি উপেক্ষিত থাকে শব্দকল্প।” তাই প্রথম থেকেই তিনি এই বিষয়ে সজাগ ছিলেন, সাফল্য এসেছে অবশ্যই। দর্শক এই সিরিজ দেখে ভয় পাচ্ছে, সঙ্গে তারিয়ে-তারিয়ে উপভোগও করছেন ‘ভাদুড়ি মশাই’কে। এই ‘ভাদুড়ি মশাই’-এর চরিত্রে নতুন করে চিরঞ্জিত চক্রবর্তীকে দর্শক আবিষ্কার করছেন। আর সবথেকে সারপ্রাইজ এলিমেন্ট হল সুরঙ্গনা চক্রবর্তী। এই সিরিজের শেষ দেখেই আন্দাজ করা যাচ্ছিল, একটি গল্প বলেই থামছেন না পরিচালক। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছে ‘ভাদুড়ি মশাই’-এর নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। আবার কোন ভূত, পেত্নী অথবা অতৃপ্ত আত্মাকে বশে আনবেন, তা দেখার জন্য।

ছয় পর্বের পুরাণ-নির্ভর এই কাহিনিতে প্রেত বিশারদ নীরেন ভাদুড়িকে যেভাবে দেখানো হয়েছে, দর্শকদের মনে তাতে নতুন আরও গল্প দেখার ইচ্ছে তৈরি হয়েছে। পাহাড়ের আলো-অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিবেশে অলৌকিক গল্প গায়ে কাঁটা দেয়। তাহলে কি খুব শীঘ্রই আসছে ‘ভাদুড়ি মশাই’-এর নতুন কাহিনি? চিরঞ্জিত চক্রবর্তীকে এই প্রশ্ন করতেই তাঁর জবাব, “পরিচালক তো এমনই বলেছেন, খুব শীঘ্রই আসছে।”

তবে টলিপাড়ার অন্দরের খবর সব ঠিক থাকলে এই সপ্তাহেরই হয়তো ঘোষণা করা হতে পারে নতুন সিজনের। এই সিরিজের চিত্রায়ণ দেখে মুগ্ধ দর্শক। পরিচালক, অভিনেতা থেকে দর্শক সকলেই মনে করছে, এই গল্প বড়পর্দায় সিনেমার অন্ধকার হলে বসে দেখার মজাই আলাদা হবে হবে। এই সিরিজের স্ক্রিনিং-এর দিন পরিচালক নিজেও তেমনই ইচ্ছে প্রকাশ করছিলেন। তবে কি এবার ‘ভাদুড়ি মশাই’-এর অলৌকিক কাহিনি বড় পর্দায় আসতে পারে? অস্বীকার করছে না টলিপাড়ার ওয়াকিবহাল মহল। এর আগেও দেখা গেছে ‘একেনবাবু’র সিরিজ জনপ্রিয়তা পাওয়ার পর তা বড়পর্দাতেও সাফল্য পেয়েছে।

আর কয়েকটা দিনের অপেক্ষা, খুব শীঘ্রই সেই খবর দর্শক পেতে চলেছে। নতুন সিরিজ, নাকি ছবি আসছে ‘ভাদুড়ি মশাই’-এর? বাংলাভাষার সিরিজ বা সিনেমাতে ভয়ের গল্পের যে অভাব ছিল, তা অবশ্যই পূর্ণ করেছে ‘পর্ণশবরীর অভিশাপ’। এই সিরিজ নির্মার্ণে মুন্সিয়ানা দেখাতে সক্ষম হয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি নিজেও ভৌতিক সিনেমা খুব উপভোগ করেন। তাঁর কথায়, “ছোটবেলা থেকেই ভূতের গল্প উপভোগ করি। ভয় পেতাম, তবে দেখতেও ছাড়তাম না।”

বাংলা কনটেন্ট, সে বড় পর্দা হোক সিরিজ… সবেতেই বাজেট একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে পরিচালক এই সিরিজে যেখানে যেমন বাজেট দরকার, সঠিক ব্যবহার করেছেন। ‘পর্ণশবরীর শাপ’-এর ক্ষেত্রে দেখা গিয়েছে, ছবির দৃশ্যায়ন, শব্দ, সিনেমাটোগ্রাফিতে গাঢ় নীল, আলো-আঁধারে কনকনে হাড়হিম করা ভয় দেখাতে সক্ষম হয়েছে। খুব কম চরিত্র নিয়ে সিরিজ হলেও প্রতিটি চরিত্রকে প্রতিষ্ঠা করা হয়েছে। কোথাও যেন পাহাড়ের কোলে নানা উপজাতির ও সমাজের কাহিনিরও সম্মক ধারণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের থেকে আরও ভয়ের গল্প আশা করছে দর্শক। এখন দেখার ‘ভাদুড়ি মশাই’-এর পরবর্তী গন্তব্য কোথায়: নতুন সিরিজ নাকি সিনেমা।