Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shocking Video: প্রকাশ্যেই মালাইকার হাত টানলেন এক অজ্ঞাত পুরুষ? তারপর…

Viral Video: মালাইকা খুব একটা বিচলিত হলেন না। চুপচাপ মাথা নিচু করে উঠে পড়লেন গাড়িতে। তবে ভিডিয়ো দেখে চুপ থাকলেন না জুটির ভক্তরা।

Shocking Video: প্রকাশ্যেই মালাইকার হাত টানলেন এক অজ্ঞাত পুরুষ? তারপর...
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 8:18 PM

ফ্যাশন হোক বা ট্যালেন্ট হান্ট কিংবা কোন টকশো, মালাইকা আরোরাকে নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে তবেই পাওয়া যায় বিচারকের আসনে। ভারতের বুকে তিনি নাকি সর্বাধিক দামী বিচারক। মালাইকা আরোরা ও অর্জুন কাপুর বলিউডে বেশ চর্চিত জুটির নাম। পর্দায় তাঁরা থাকুক বা নাই থাকুক, তাঁদের নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায় সর্বত্র বর্তমান। তাঁদের প্রেম কাহিনি সকলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে থাকেন। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকা আরোরা প্রকাশ্যে এনেছে তাঁর ও অর্জুন কাপুরের সম্পর্কের খবর। তবে এখনই বিয়ে নয়, লিভইন সম্পর্কে রয়েছেন তাঁরা। বিয়ে করার ইচ্ছে রয়েছে মালাইকার, সে বিষয়ে কোন রাখঢাক ছাড়াই মুখ খোলেন অভিনেত্রী।

বিয়ের ইচ্ছে আছে, তবে কবে করবেন এখনই বলতে পারছেন না তিনি বলেই সাফ জানিয়ে দেন। ঝড়ের গতিতে ভাইরাল এই সেলেব জুটি। অর্জুন তাঁকে নিয়ে ঠিক কতটা সতর্ক তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রকাশ্যে যতবার দেখা গিয়েছে এই জুটিকে একসঙ্গে ততবারই মালাইকাকে আগলেই ফ্রেমবন্দি অর্জুন কাপুর। তবে একবার একা ছাড়তে এ কী ঘটল। সম্প্রতি এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ইভেন্ট থেকে বেরচ্ছেন মালাইকা। সেখানেই হঠাৎ এক অজ্ঞাত পুরুষ নিজের পরিচিতা ভেবে মালাইকার হাত টেনে ধরলেন?

যদিও মালাইকা খুব একটা বিচলিত হলেন না। চুপচাপ মাথা নিচু করে উঠে পড়লেন গাড়িতে। তবে ভিডিয়ো দেখে চুপ থাকলেন না জুটির ভক্তরা। যদি অর্জুন থাকতেন তবে তাঁর প্রতিক্রিয়া কেমন হত, তা ভেবেই অবাক সকলে। কেউ কেউ আবার মালাইকাকে ট্রোল্ডও করলেন। সাফ প্রশ্ন করলেন বলিউডের সিনিয়ারদের যদি এই অবস্থা হয়, তবে নতুনরা কী শিখবে? যদিও ট্রোলে কোনওদিনই খুব একটা নজর দেন না মালাইকা আরোরা।