Prosenjit Chatterjee: গুরুপূর্ণিমার দিন নিজের ‘গুরু’কে স্মরণ প্রসেনজিতের, তিনি কে জানেন?
Prosenjit Chattarjee: তাঁর অনেক নাম-- কারও কাছে তিনি 'গুরু' কারও কাছে তিনি 'বস'। তিনি আবার ইন্ডাস্ট্রিও। কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গুরু কে জানেন?
তাঁর অনেক নাম– কারও কাছে তিনি ‘গুরু’ কারও কাছে তিনি ‘বস’। তিনি আবার ইন্ডাস্ট্রিও। কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গুরু কে জানেন? গুরু পূর্ণিমার দিন সেই গুরুকেই বিশেষ সম্মান জানালেন সুপারস্টার। তিনি আর কেউ নন অভিনেতার মা রত্না চট্টোপাধ্যায়। মায়ের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার জীবনের প্রথম গুরু… যিনি আজও প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেন… জানি আজও আমার পাশে আছেন সবসময়… মা… আজ গুরু পূর্ণিমার দিনে আমার বিনম্র প্রণাম রইল”। অভিনেতার জীবনে মায়ের অবদান বহু। সে কথা বারেবারেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন অভিনেতা। জানিয়েছেন, ছোট থেকে নানা বিপদে কীভাবে পাশে পেয়েছেন মা’কে। মা ছিলেন কড়া, তবু কীভাবে বোন পল্লবীর সঙ্গে নানা খুনসুটিতে মেতে উঠতেন অভিনেতা।
দীর্ঘ ৪০ বছরের সফর অভিনেতার। সম্প্রতি কাজ করেছে ‘জুবিলি’ ও ‘স্কুপ’-এর মতো ওয়েব সিরিজে। তবে কেন বাংলা ওটিটিটে ডেবিউ না করে হিন্দি সিরিজে ডেবিউ করলেন কেন? এ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমার বাংলাতে কাজ করতে কোনও অসুবিধে নেই। আমি করতেও চাই, তবে একটা সঠিক প্রজেক্ট যদি আমি পাই। দেখুন আমি ওটিটি-তে এমনই একটা চরিত্র, এমনই একটা কাজ করব, যেটা নিয়ে মানুষ কথা বলবে। তেমন কোনও চরিত্র এখনও পাইনি। পেলে নিশ্চয়ই করব। আমি তো টিভিতেও কাজ করেছি। আমার তেমন কোনও আপত্তি নেই। যে কোনও প্ল্যাটফর্মেই হোক না কেন কাজটা ভাল হলেই স্বস্তি, দর্শকদের ভাল লাগে।”
View this post on Instagram