‘বৃদ্ধ  দেখতে লাগা এখানে অপরাধ, ইন্ডাস্ট্রি তোমায় ছুঁড়ে ফেলে দেবে’, অকপট ‘পিন্টু ভাইয়া’

তাঁর কথায়, "হিরোদের কথাই বলছি। পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব থাকে তাঁদের উপর। সর্বদা তাঁদেরকে ইয়ং দেখাতে হয়। আর ভেবে দেখুন এক দিন, বছরের ৩৬৫ দিন ধরেই চলে এই প্রক্রিয়া। এ কি সম্ভব?"

'বৃদ্ধ  দেখতে লাগা এখানে অপরাধ, ইন্ডাস্ট্রি তোমায় ছুঁড়ে ফেলে দেবে', অকপট 'পিন্টু ভাইয়া'
অকপট 'পিন্টু ভাইয়া'
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2021 | 7:40 AM

বিদ্যা বালান অভিনীত, অমিত মাসুরকর অভিনীত ছবি ‘শেরনি’ দেখে ফেলেছেন নিশ্চয়ই? আলাপ হয়ে গিয়েছে ‘পিন্টু ভাইয়া’র সঙ্গেও? পিন্টু ভাইয়া অর্থাৎ শরৎ সাক্সেনা। ছবিতে যার হাতেই নিহত হয়েছিল ‘শেরনি’ টি-১২। বলিউডে লাগাতার বয়স কম দেখানোর প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, নিজে ৭১ হলেও কীভাবে প্রতি মুহূর্ত চেষ্টা করে যেতে হয় যাতে ৪৫-এর এক বছরেরও বেশি না লাগে।

তাঁর কথায়, “হিরোদের কথাই বলছি। পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব থাকে তাঁদের উপর। সর্বদা তাঁদেরকে ইয়ং দেখাতে হয়। আর ভেবে দেখুন এক দিন, বছরের ৩৬৫ দিন ধরেই চলে এই প্রক্রিয়া। এ কি সম্ভব?” তিনি আরও যোগ করেন, “একজন অ্যাথলিটও নিজেকে তৈরি করার জন্য দুমাস সময় পান। প্রতিযোগিতায় অংশ নেন, ফিরে আসেন, ওয়ার্ক আউট করেন, আবার তৈরি হন। কিন্তু একজন হিন্দি ছবির হিরোকে প্রতিদিন ওয়ার্কআউট করতে হয়। সব কিছু করার পরেই তবে সে টিকে থাকতে পারে।”

তিনি নিজেও যে এই ‘সিস্টেম’-এর বাইরে নন, সে কথাও অকপটে জানিয়েছেন তিনি। জানিয়েছেন, পার্টি নয়, প্রতিদিনের রুটিন হিসেবে বেছে নিয়েছেন ওয়ার্কআউটকেই। তাঁর কথায়, “আমি ৭১, চেষ্টা করি যাতে ৪৫ লাগে। এই ইন্ডাস্ট্রির তরুণদের। সবাইকে ইয়ং হতে হবে। তোমার বয়স যতই হোক না কেন তোমায় ইয়ং লাগতেই হবে। যে মুহূর্তে তোমায় বৃদ্ধ দেখাবে ওঁরা তোমায় ছুঁড়ে ফেলে দেবে…। বৃদ্ধ হওয়া এখানে অপরাধ।”

আরও পড়ুন- তৃতীয়বার মা হলেন লিসা হেডেন, ফ্যানের প্রশ্নের উত্তরেই প্রকাশ পেল খবর