Pushpa 2: এবার বিদেশের মাটিতে পুষ্পা রাজ, ভারতে নয়, কোথায় ছবির শুটিং
Pushpa 2: রমরমিয়ে চলছে পুষ্পা ২ ছবির কাজ। সম্প্রতিতে মুক্তি পেয়েছে ছবির টিজার থেকে শুরু করে ছবির পোস্টার। পুষ্পা ২ ছবিতে যে আল্লু অর্জুনকে আরও এক কদম এগিয়ে শক্তিশালী সুপারস্টার হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, মিলল তার আভাস।

পুষ্পা কোথায়? বেশকিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড়ে তোলে এই একটাই প্রশ্ন। বারে বারে ভক্তদের নজরে আসতে থাকা এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। তবে কি পুষ্পা মারা যাবে এই আগামী পর্বে। পুষ্পা ছবি করোনার পর সর্বাধিক বক্স অফিস কালেকশনে নজর কেড়েছিল। পাশাপাশি নজর কাড়ে আল্লু অর্জুনের লুকও। ছবি মুক্তির পরই প্যান ইন্ডিয়ায় আল্লু অর্জুনের ভক্তের সংখ্যা বেড়ে হয় ১০গুণ। তবে থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা, কবে আসবে পুষ্পা ২ ছবি? ২০২২ সালের মাঝেই শোনা গিয়েছিল খবর। শুরু হতে চলেছে ছবির কাজ। এরপরই বছর শেষে তড়িঘড়ি শুটিং ফ্লোরে ফেরেন আল্লু অর্জুন ও গোটা টিম। তারপরই শুরু দক্ষযজ্ঞ। ভক্তরা পলক গুনতে থাকে কবে আসবে এই ছবির লুক।
রমরমিয়ে চলছে পুষ্পা ২ ছবির কাজ। সম্প্রতিতে মুক্তি পেয়েছে ছবির টিজার থেকে শুরু করে ছবির পোস্টার। পুষ্পা ২ ছবিতে যে আল্লু অর্জুনকে আরও এক কদম এগিয়ে শক্তিশালী সুপারস্টার হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, মিলল তার আভাস। তিন মিনিটের বেশি এই ছবির টিজ়ারের শুরুটাই হয় পুষ্পার খোঁজ দিয়ে। সর্বত্র তোলপাড়, আটটা গুলি লেগেছে পুষ্পার গায়ে, কীভাবে বাঁচবেন তিনি? একমাসের খোঁজ যখন ইতি তখন অনেকেই মনে করতে শুরু করেছে পুষ্পা মৃত। তারপরই সামনে আসে সেই লুক। ছবির কাজ এখনও শেষ হয়নি। বেশকিছুটা শুটিং এখনও বাকি।
তবে দেশের বুকে নয়, পুষ্পা ঝড় এবার বিদেশের মাটিতে। ছবির বিশেষ কিছু অংশ শুট করা হবে বিদেশেই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সেই খবরেই এবার নজর ভক্তদের। সদ্য শেষ হয়েছে ছবির হায়দরাবাদের শুটের কাজ। সেই ছবির শুট এবার বিদেশে। দক্ষিণসূত্রে মিলছে তেমনই খবর। তবে সঠিক কোথায় পুষ্পা ২ ছবির শুট হবে তা এখনও স্পষ্ট নয়। লোকেশন সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি বলেই জানান হয়।





