এবার থেকে নিজেকে বেশি ভালবাসব, জন্মদিনে অকপট স্বীকারোক্তি স্বস্তিকার
“মেয়েরা চুল কাটালে এত কথা ওঠে, আর আমি তো পুরো চুল কামিয়েই ফেলেছিলাম।
চল্লিশে পা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জন্মদিনে নিলেন এক রেজোলিউশন, “এত বছর সবাইকে ভালবেসেছি, এবার থেকে নিজেকে একটু বেশি ভালবাসব”। দেবালয় ভট্টাচার্যর নতুন ওয়েব সিরিজ ‘চরিত্রহীন-৩’-এর সাংবাদিক বৈঠকে এসেছিলেন ‘বার্থ ডে গার্ল’। ‘চরিত্রহীন-৩’তে স্বস্তিকার নাম রাবেয়া। রাবেয়া মনোরোগ বিশেষজ্ঞ। এই প্রথম এমন এক চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। স্বস্তিকা যাই করেন তা-ই হয়ে ওঠে সমালোচনার সাবজেক্ট। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর চুল কামানো নিয়ে রৈ রৈ পড়ে গিয়েছিল।
সেই প্রসঙ্গে কথা বললেন তিনি। লকডাউনে মাথা কামিয়ে ফেলেন এবং ঠিক সে সময়ে নাকি পান ‘চরিত্রহীন-৩’ করার অফার। বললেন, “মেয়েরা চুল কাটালে এত কথা ওঠে, আর আমি তো পুরো চুল কামিয়েই ফেলেছিলাম। প্রোটাগনিস্ট চরিত্রে অভিনয় করছি, আর মাথায় চুল নেই, ভাবলেই চার হচ্ছিল। তারপর দেবালয় কনফার্ম করে যে সিরিজে চরিত্রের মাথায় চুল না থাকাতেও খুব একটা সমস্যা হবে না।”
‘চরিত্রহীন -৩’ শুনেই বোঝা যাচ্ছে আগে দু’টো সিজন হয়ে গিয়েছে। কিন্তু বাঙালি দর্শক ‘চরিত্রহীন’ শব্দটা শুনলে যা বোঝে তা হল নয় যৌনতা, নয় নগ্নতা।
এই সিজনে কি এ ভাবনার কোনও অন্যথা হয়েছে? প্রশ্নটা ছিল পরিচালক দেবালয় ভট্টাচার্যর কাছে।
“নগ্নতা স্বাভাবিক জীবনের অঙ্গ। এবং সেটা প্রয়োজনে এসেছে। আর প্রথম সিজনে দর্শক ভেবেছে ‘চরিত্রহীন’-এ সেক্সের সুড়সুড়ি রয়েছে। কিন্তু যত এপিসোড এগিয়েছে দর্শক বুঝে গিয়েছে গল্পটাই আসল।“ বললেন পরিচালক।
‘চরিত্রহীন-৩’-তে অভিনয় করেছেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, সৌরভ চক্রবর্তী, মুমতাজ সরকার, প্রমুখ। বেশিরভাগ অংশের শুটিং হয়েছে কলকাতাতে। তবে মন্দারমণির সমুদ্র এবং পুরুলিয়ার জঙ্গল-পাহাড়েও হয়েছে দৃশ্যে।
প্রথমবার একসঙ্গে কাজ করলেন অভিনেতা সৌরভ দাস এবং স্বস্তিকা মুখোপাধ্যায়।
অভিজ্ঞতা শেয়ার করে সৌরভ বললেন, “প্রথমদিন ভীষণ টেনশনে ছিলাম, কিন্তু তার পর আর হয়নি। কারণ স্বস্তিকাদিই কাটিয়ে দিয়েছে।”
২৪ ডিসেম্বর ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ আসতে চলেছে ‘চরিত্রহীন-৩’।