ভারতে প্রিয়াঙ্কার স্বামীর প্রথম কনসার্ট! যা ব্যবহার পেলেন ভাবতেও পারবেন না
যেই না নিক গান গাইতে উঠেছেন ওমনি তারস্বরে চিৎকার শুরু করে দিলেন দর্শক। সে কী চিৎকার। কী বলছিলেন তাঁরা জানেন? নিক প্রিয়াঙ্কার স্বামী। প্রিয়াঙ্কা 'দেশি গার্ল'। তাই সেই সুবাদেই নিক হলেন ভারতীয়ের 'জামাইবাবু'।

দিন কয়েক ধরেই মুম্বই ছিল উত্তাল। প্রথম বার ‘জামাইবাবু’ আসার উন্মাদনায় ফুটছিল গোটা শহর। অবশেষে তিনি এলেন, গানও গাইলেন, কিন্তু তাঁর জন্য যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে তা হয়তো নিজেও ভাবতে পারেননি তিনি। তিনি অর্থাৎ নিক জোনাস। জোনাস ব্রাদারস ব্যান্ড চুটিয়ে পারফর্ম করে গেলেন শনিবারই। সাধারণ তো বটেই তাপসী পান্নুর মতো সেলেবও হাজির ছিলেন সেই কনসার্টে।
যেই না নিক গান গাইতে উঠেছেন ওমনি তারস্বরে চিৎকার শুরু করে দিলেন দর্শক। সে কী চিৎকার। কী বলছিলেন তাঁরা জানেন? নিক প্রিয়াঙ্কার স্বামী। প্রিয়াঙ্কা ‘দেশি গার্ল’। তাই সেই সুবাদেই নিক হলেন ভারতীয়ের ‘জামাইবাবু’। সম্পর্কের সেই হিসেব মাথায় রেখেই নিক গান গাইতে উঠতেই ‘জিজু জিজু’ বলে চিৎকার জুড়ে দিলেন ওঁরা। শুধু সাধারণ দর্শকই নন, চিৎকার জুড়ে দিয়েছিলেন তাপসী পান্নুও। উত্তেজিত হয়ে স্টোরি পোস্ট করে তিনি লিখেও দেন, “ওই যে জিজু গান গাইছে”। এত বছর ধরে প্রিয়াঙ্কার সঙ্গে সংসার করছেন নিক। ‘জিজু’ অর্থাৎ জামাইবাবু কথার সঙ্গে পরিচিত তিনিও। গানের মাঝে চিৎকারে তাই মোটেও বিরক্ত হননি তিনি। উল্টে গান থামিয়ে নিককে বলতে শোনা যায়, “সকলকে খুব ভালবাসি। এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।” এই কনসার্টে আসতে পারেননি প্রিয়াঙ্কা। তবে নিজের দেশে তাঁর স্বামীর জন্য এত ভালবাসা দেখে মুগ্ধ তিনিও। প্রিয়াঙ্কাও লিখেছেন, “অনেক ধন্যবাদ মুম্বই। আমার হৃদয় দিলাম তোমাদের।”
View this post on Instagram
২০১৮ সালে বিয়ে করেন নিক ও প্রিয়াঙ্কা। ২০২২ সালে সারোগেসির মধ্যে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। ভালবেসে তাঁরা নাম রাখেন মালতী মেরী চোপড়া জোনাস। নিকের থেকে প্রিয়াঙ্কা ১০ বছরের বড়। তাঁদের বিয়ের পর তাঁর বয়সের ফারাক নিয়ে কম আলোচনা হয়নি। অনেকেই বলেছিল এই সম্পর্ক টিকবে না। যদিও পাঁচ বছর পার হয়েও দিব্যি আছেন তাঁরা। আছেন ভালবাসায়।





