ছবিতে আমাকে দিশার বয়সী লাগছে: সলমন খান
একই দিনে জি-ফাইভে এ পে পার ভিউয়ের মাধ্যমে স্ট্রিমং হবে। এটি ডিশ টিভি, ডিটুএইচ, টাটা স্কাই এবং এয়ারটেল ডিজিটাল টিভি সহ ডিটিএইচ পরিষেবাগুলোয় মুক্তি পাবে সলমন-দিশা অভিনীত ‘রাধে’।
‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ রিলিজের জন্য অপেক্ষারত সিনেপ্রেমী। অ্যাকশন-থ্রিলার ফিল্মের মুখ বলিউডের অন্যতম ‘ভাইজান’ সলমন খান। তিনি ছাড়াও রয়েছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডা, মেঘা আকাশ, গৌতম গুলতি। প্রভু দেবা পরিচালিত, ছবিটি একাধিক প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ১৩ মে। বিভিন্ন স্ট্রিমিং এবং ডিটিএইচ প্ল্যাটফর্ম পে পার ভিউ হিসেবেও মুক্তি পাবে ছবি। ‘রাধে’ নির্মাতারা কিছুদিন আগে ট্রেলার প্রকাশ্যে আসার পর দুটি নতুন গান ‘সিটি মার’ ও ‘দিল দে দিয়া’ও রিলিজ করে ফেলেছেন।
আরও পড়ুন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য ফারহানের প্রযোজনা সংস্থার
সহঅভিনেত্রী দিশার প্রসঙ্গে কথা হতে, সলমনের এক বক্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। কী এমন বললেন সলমন?
বললেন তিনি নাকি একেবারে সহঅভিনেত্রী দিশা পাটানির মতোই তাঁকে দেখাচ্ছে। বয়স একেবারে কমে গিয়েছে সলমনের!
পঞ্চান্ন বয়সী অভিনেতার এ বক্তব্যে শোরগোল পড়ে দিয়েছে নেটি জগতে। সলমন বলেন, “দারুণ কাজ করেছেন উনি। খুব সুন্দর দেখাচ্ছেন তাঁকে। আমাদেরকে একই বয়সের দেখতে লাগছে। না তাঁকে আমার বয়সী লাগছে না, আমাকে মনে হচ্ছে ওর বয়সী।”
তিনি এও বলেন যে যিনি এই বয়সে অ্যাকশন করেত পারেন, তিনি রোম্যান্সও করতে পারেন।
সলমান খান এবং পরিচালক প্রভুদেবা আগেও একসঙ্গে ছবি করেছেন। অন্যদিকে ‘ভারত’ ছবিতে দিশা পাটানি এবং সলমন কিছুক্ষণের জন্য হলেও শেয়ার করেছেন স্ক্রিন।
‘রাধে’ নির্মাতারা নিশ্চিত করেছেন যে দেশে একাধিক প্ল্যাটফর্মে একসঙ্গে মুক্তি পেতে চলেছে প্রথম ভারতীয় ফিল্মটি। ১৩ ই মে প্রেক্ষাগৃহগুলিতে রিলিজ হবে ছবি। একই দিনে জি-ফাইভে এ পে পার ভিউয়ের মাধ্যমে স্ট্রিমং হবে। এটি ডিশ টিভি, ডিটুএইচ, টাটা স্কাই এবং এয়ারটেল ডিজিটাল টিভি সহ ডিটিএইচ পরিষেবাগুলোয় মুক্তি পাবে সলমন-দিশা অভিনীত ‘রাধে’।