Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এখনও হাসপাতালেই করোনা আক্রান্ত রণধীর, কেমন আছেন অভিনেতা?

হাসপাতালে থাকাকালীনই রণবীর নিজেই কথা বলেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁকে অক্সিজেন দিতে হয়নি। যদিও তাঁর জ্বর এসেছিল।

এখনও হাসপাতালেই করোনা আক্রান্ত রণধীর, কেমন আছেন অভিনেতা?
দুই মেয়ের সঙ্গে রণধীর কাপুর।
Follow Us:
| Updated on: May 02, 2021 | 2:49 PM

দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রণধীর কাপুর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। যদিও হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন অভিনেতা। পর্যবেক্ষণের জন্য আরও দিন কয়েক যদিও থাকতে হতে পারে হাসপাতালে।

হাসপাতালে থাকাকালীনই রণবীর নিজেই কথা বলেছেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁকে অক্সিজেন দিতে হয়নি। যদিও তাঁর জ্বর এসেছিল। তাঁর কথায়, “কখনই শ্বাসকষ্ট অনুভূত হয়নি। আগের থেকে এখন অনেকটাই সুস্থ রয়েছি আমি।” যদিও দেশ জুড়ে চরম বেড-অক্সিজেন সঙ্কটের মধ্যেও ‘প্রায় সুস্থ’ রণধীর কেন হাসপাতালে তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও পাল্টা যুক্তি, বয়স এখানে ফ্যাক্টর, তাই সে কারণেই রিস্ক নিতে চাইছেন না মেয়ে করিনা এবং করিশ্মা।

আরও পড়ুন- সত্যজিতের ছোটগল্পের অডিয়োগুণ এতটাই, যেন ‘পারফেক্ট থিয়েটার অফ দ্য মাইন্ড’; ‘সানডে সাসপেন্স’-এর মাস্টারমাইন্ড ইন্দ্রাণী চক্রবর্তী

দু’দিন আগেই আদরের ভাই ঋষি কাপুরকে হারানোর এক বছর পার করলেন রণধীর। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে রণধীর বলেন, “গত বছর আমার জীবনের অন্যতম খারাপ অধ্যায় কাটিয়েছি। মাত্র দোষ মাসের মধজ্যে আমার দুই ভাই চিন্টু(ঋষি কাপুর) এবং চিম্পু (রাজিব কাপুর) কে হারালাম। আড়াই বছরের মধ্যে আমার মা কৃষ্ণা কাপুরকেও হারিয়েছি আমি।” শোনা যাচ্ছে নিজের শরীরও দুর্বল থাকার কারণে খুব শীঘ্রই চেম্বুরে নিজের পৈতৃক বাড়ি বিক্রি করে বান্দ্রাতে মেয়ে করিনা, করিশ্মা এবং স্ত্রী ববিতার কাছাকাছি শিফট করার প্ল্যানে রয়েছেন প্রবীণ ওই অভিনেতা।