ইনস্টাতে রিয়ার সঙ্গে ছবি দিয়ে কেন ডিলিট করলেন রাজীব লক্ষ্ণণ?
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রুমি জাফরি রিয়া প্রসঙ্গে বলেন, “আমি নিশ্চিত যে রিয়া এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন।
সুশান্তের মৃত্যুর পর থেকে শিরোনামে বারবার উঠে এসেছে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) নাম। অভিনেতার মৃত্যুর জন্য দায়িও করা হয়েছে তাঁকে। পরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক কান্ডে নাম জড়ানোয় গ্রেফতার করা হয় রিয়াকে। প্রায় এক মাস পর ছাড়া পান সুশান্তের প্রেমিকা।
আরও পড়ুন পুত্র না কন্যা, কে আসতে চলেছে ‘বিরুষ্কা’র নতুন পৃথিবীতে? কী বলছে জ্যোতিষ গণনা
এখন আস্তে আস্তে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করছেন রিয়া। সম্প্রতি এক ক্যানডিড ছবিতে দেখা গেল হাসিখুশি রিয়াকে। রাজীব লক্ষ্মণের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল রিয়া তাঁকে জড়িয়ে ধরে মিষ্টি হাসি ঠোঁট মেখে পোজ দিচ্ছেন।
রাজীব লক্ষ্মণ দুটো ছবি তাঁর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেন। ক্যাপশানে লেখেন, ‘মাই গার্ল’। ছবিতে ‘জলেবি’ গার্লের পরনে ছিল চেকড খয়েরি ব্লেজার।
View this post on Instagram
তবে সে ছবি আর রাজীবের ইনস্টা হ্যান্ডেলে নেই!
তার মানে কি ক্যাপশানে লেখা, ‘মাই গার্ল’ শব্দতে বাঁধল সমস্যা? সে কারণেই কি ডিলিট করতে হল রিয়ার সেই গলা জড়ানো ছবি?
উত্তর দিলেন রাজীব নিজেই। ছবি ডিলিট করে রাজীব নিজে এক লেখাতাঁর হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, “আমার মনে হল, পোস্টে দায়িত্বজ্ঞানহীন শব্দ ব্যবহারে অপ্রয়োজনীয় এক সমস্যা তৈরি হয়েছে। রিয়া আমার দীর্ঘদিনের বন্ধু। ওর সঙ্গে আবার দেখা হয়ে আমি খুশি হয়েছি। আমি ওর শুভ কামনা করি।”
View this post on Instagram
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রুমি জাফরি রিয়া প্রসঙ্গে বলেন, “আমি নিশ্চিত যে রিয়া এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন। আশপাশের প্রত্যেকে আপনাকে সাহসী হওয়ার পরামর্শ দেবেন ঠিকই কিন্তু যে এরকম সময়ের মধ্য দিয়ে যায় সে-ই জানে এটা কতটা কঠিন। সময় সব ঠিক করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে ও রিয়া ঠিক হয়ে উঠবে। রিয়া প্রতিভাবান। ও ঠিক ফিরে আসবে।”
View this post on Instagram