‘মিস্টার ইন্ডিয়া’র রিমেকে শ্রীদেবী অভিনীত চরিত্রে এবার জাহ্নবী?

এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন বনি কপূর। সে কারণেই বারবার জল্পনায় উঠে এসেছে জাহ্নবীর নাম।

‘মিস্টার ইন্ডিয়া’র রিমেকে শ্রীদেবী অভিনীত চরিত্রে এবার জাহ্নবী?
সত্যিই কি এই ছবিতে অভিনয় করছেন জাহ্নবী?
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 3:05 PM

‘মিস্টার ইন্ডিয়া’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম একটি ছবি। যে কোনও বয়সের দর্শকের ভাল লাগার ছবি। নামটা শুনলেই প্রথমে অনিল কপূর এবং শ্রীদেবীর (Sridevi) মুখ মনে পড়ে। পরিচালক আলি আব্বাস জাফর এই ছবিরই রিমেক তৈরি করছেন। এই খবর প্রথম ঘোষণার পর থেকেই দর্শকমহলে অপেক্ষা শুরু হয়েছিল। প্রশ্ন ছিল, এবার কোন কোন অভিনেতাকে কাস্ট করবেন তিনি? শ্রীদেবী কন্যা জাহ্নবী (Janhvi Kapoor) ইতিমধ্যেই বলিউডে নিজের অভিনয় দক্ষতা দেখাতে শুরু করেছেন। একটু একটু করে পায়ের তলার জমি শক্ত করছেন। শ্রীদেবী যে চরিত্রে অভিনয় করেছিলেন মিস্টার ইন্ডিয়ায়, তার রিমেকে কি জাহ্নবীকে সেই চরিত্রে দেখা যাবে? এ নিয়েও ছিল জল্পনা। অবশেষে মুখ খুললেন স্বয়ং পরিচালক।

আলির কথায়, “এটা এখনই বলা শক্ত। তবে সত্যিই যদি শ্রীদেবীর চরিত্রে রিমেকে জাহ্নবীকে দেখা যায়, তাহলে নিঃসন্দেহে বনি কপূর খুব খুশি হবেন।”

আরও পড়ুন, সেনা অফিসারের ভূমিকায় বরুণ, কোন ছবির জন্য শুরু হল প্রস্তুতি?

তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলি স্পষ্ট করেছেন, এই ছবিটিকে তিনি ‘মিস্টার ইন্ডিয়া’র সরাসরি রিমেক বলতে রাজি নন। বরং এটা নতুন একটি সাই-ফাই ফিল্ম। ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো চরিত্র সৃষ্টির কথাও বলেছেন তিনি। যাতে তাঁর মিস্টার ইন্ডিয়া আন্তর্জাতিক মানের ছবি হয়, সেজন্য সব রকম চেষ্টা করছেন আলি।

আরও পড়ুন, ‘বালিকা বধূ’র অভিকা ফ্রেমবন্দি হলেন বিকিনি অবতারে!

এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন বনি কপূর। সে কারণেই বারবার জল্পনায় উঠে এসেছে জাহ্নবীর নাম। এমনকি অর্জুন কপূর অভিনয় করতে পারেন বলে শোনা গিয়েছে। যদিও বলিউডের অন্দরের খবর, এক সুপারহিরোর গল্প বলতে চান আলি। যেখানে মুখ্য ভূমিকায় থাকতে পারেন ক্যাটরিনা কইফ। যদিও প্রকাশ্যে ছবির কাস্ট সম্পর্কে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি ছবির সঙ্গে যুক্ত কোনও কলাকুশলী।