সেনা অফিসারের ভূমিকায় বরুণ, কোন ছবির জন্য শুরু হল প্রস্তুতি?
চলতি বছরের মে মাস থেকে এই ছবির জন্য ফিজিক্যাল ট্রেনিং শুরু করবেন বরুণ।
বলিউডে (Bollywood) যে কোনও কাজ শুরুর আগে যে সব অভিনেতা (Actor) হোমওয়ার্কের উপর জোর দেন, তাঁদের মধ্যে বরুণ ধাওয়ান (Varun Dhawan) অন্যতম। রাজ মেহেতা পরিচালিত যুগ যুগ জিও-র কাজ নিয়ে গত বছর ব্যস্ত ছিলেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কিয়ারা আডবাণী, নীতু কপূর, অনিল কপূর। এখনও এই ছবির কাজ কিছুটা বাকি। তবে এখন থেকেই পরের ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিলেন বরুণ।
বরুণের পরের ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। ছবির নাম ‘এককিস’। পরিচালকের কথায়, “আমরা ছবিটার জন্য সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আমাদের গত সেপ্টেম্বরে শুটিং শুরু করার কথা ছিল। এতদিনে শুটিং শেষ হয়ে যেত। কিন্তু লকডাউনের জন্য সব পিছিয়ে গিয়েছে।”
আরও পড়ুন, ‘বালিকা বধূ’র অভিকা ফ্রেমবন্দি হলেন বিকিনি অবতারে!
শ্রীরাম আরও জানিয়েছেন, চলতি বছরের মে মাস থেকে এই ছবির জন্য ফিজিক্যাল ট্রেনিং শুরু করবেন বরুণ। এই ছবিতে এক সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ফলে সেই সংক্রান্ত ট্রেনিং নিতে হবে তাঁকে। পাশাপাশি ওজন কমাতে হবে অনেকটাই। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করে ২০২২-এর জানুয়ারির মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে শ্রীরামের। এই ছবির জন্য সেপ্টেম্বর পরবর্তী কয়েক মাসের আবহাওয়া নাকি দরকার। তবে এখন থেকেই ছবির জন্য যেভাবে বরুণ কাজ শুরু করেছেন, তাতে মুগ্ধ তিনি।
আরও পড়ুন, পরিচালনার পর এবার শিলাদিত্যর অন্য পরিচয়, কী জানেন?