Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাম মন্দিরের উদ্বোধনের আগেই সেখানে পা পড়ল রাম-সীতা-লক্ষণের; চমৎকারে হাতে চাঁদ পেলেন ভক্তরা

Ram Mandir: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন ছোট পর্দার প্রথম রাম-সীতা-লক্ষণ। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা প্রত্যেকে।

রাম মন্দিরের উদ্বোধনের আগেই সেখানে পা পড়ল রাম-সীতা-লক্ষণের; চমৎকারে হাতে চাঁদ পেলেন ভক্তরা
রাম মন্দিরে রাম-সীতা-লক্ষণ।
Follow Us:
| Updated on: Jan 17, 2024 | 4:43 PM

২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। গোটা দেশের নজর সেদিকে। দূরদর্শনে একদা সম্প্রচারিত অতি জনপ্রিয় ‘রামায়ণ’-এ অভিনয় করেছিলেন রামের চরিত্রে অরুণ গোভিল, সীতার চরিত্রে দীপিকা চিখলিয়া এবং লক্ষণের চরিত্রে সুনীল লহরী। তাঁরা প্রত্যেকেই হাজির হয়েছিলেন রাম মন্দিরের নির্মাণ কাজ দেখতে।

১৯৮৭ সাল। সব লোকের বাড়িতে তখন টিভি সেট নেই। পাড়ায় হাতে গোনা লোকের বাড়িতে টিভি। তাই বাকিরা সেখানেই হাজির হতেন। বাক্সটায় রংও ছিল না। সাদাকালো টেলিভিশনেই সম্প্রচার শুরু করেছিল ‘রামানন্দ সাগর’-এর ‘রামায়ণ’। সেই প্রথম মহাকাব্যের রুপালি যাত্রা শুরু।

দেশের প্রত্যেক প্রান্তের পাড়া তখন লোকশূন্য। ‘রামায়ণ’ সম্প্রচার শুরু হতেই বাড়ির ভিতরে ঢুকে পড়তেন মানুষ। এমনই ছিল জনপ্রিয়তা। মহাকাব্যিক ধারাবাহিকের সে সময় না ছিল ভিএফএক্সে কাজ, না ছিল চটকদার মেকআপ। যেটা ছিল তা হল দুর্দান্ত কাস্টিং এবং দর্শকের ভালবাসা। যে কারণে আজও রামানন্দ সাগরের ‘রামায়ণ’কে ভারতীয় সিরিয়ালের অন্যতম মাইলস্টোন বলা হয়।

সেই ধারাবাহিকের রাম-সীতা-লক্ষণ অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া এবং সুনীল লহরী রাম মন্দিরে পা রাখলেন সম্প্রতি। তাঁদের ঘিরে হইচই শুরু হয়ে যায় নির্মাণ কার্যের মাঝেই। সংবাদমাধ্যমের কর্মীদের পোস্ট করা বিভিন্ন ভিডিয়োতে এই তিন অভিনেতা জ্বলজ্বল করছেন। তাঁদের দেখে দারুণ খুশি অনুরাগীরাও।

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন ছোট পর্দার প্রথম রাম-সীতা-লক্ষণ। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা প্রত্যেকে।

এ যাবৎ ‘রামায়ণ’র চরিত্রদের যে-যে অভিনেতা পর্দায় ফুটিয়ে তুলেছেন কিংবা তুলতে চলেছেন আগামীদিনে, তাঁদের প্রত্যেককেই রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানান হয়েছে। সাম্প্রতিককালের বড় পর্দার দুই রাম যেমন দক্ষিণ ভারতের প্রভাস এবং বলিউডের রণবীর কাপুর থাকবেন উদ্বোধনে। থাকবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার ‘কেজিএফ’খ্যাত যশ। তাঁকে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এ রাবনের চরিত্রে দেখা যাবে।