Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাম-রাজ্যে গিয়ে মহাবিপাকে ‘লক্ষ্মণ’, অভিযোগ জানিয়ে কী বললেন?

বিপাকে পড়লেও গোটা অযোধ্যার এই মুহূর্তে পরিবেশ দেখে দারুণ খুশি তিনি। যোগ করলেন, "দেখে মনে হচ্ছে না কোনও শহরে আছি। এখানকার বাতাসেও অদ্ভুত এক শক্তি রয়েছে। পুরো শহরেই অদ্ভুত এক ভাললাগার আবহাওয়া।"

রাম-রাজ্যে গিয়ে মহাবিপাকে 'লক্ষ্মণ', অভিযোগ জানিয়ে কী বললেন?
মহাবিপাকে 'লক্ষ্মণ
Follow Us:
| Updated on: Jan 19, 2024 | 6:44 PM

হাতে আর সময় নেই। আগামী সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের ১১ হাজার মানুষ। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে উৎসবের আমেজ। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। সোমবার ২২ তারিখ সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কিছু তারকাকেও। তাঁরা হলেন রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, রণদীপ হুডাসহ অন্যান্য। এ ছাড়াও রামানন্দ সাগরের বিখ্যাত টেলি-সিরিয়াল ‘রামায়ণ’-এর রাম,লক্ষ্মণ, সীতাও হাজির হয়েছেন সেখানে।

তবে আচমকাই ছন্দপতন। অভিযোগ শোনা গেল লক্ষ্মণের মুখে। লক্ষ্মণ অর্থাৎ সুনীল লাহিড়ী– যিনি গত ১৭ জানুয়ারি থেকেই রাম-সীতা অর্থাৎ অরুণ গোভিল ও দীপিকা চিখলিয়ার সঙ্গে রয়েছে অযোধ্যায়। সুনীল জানিয়েছেন, গোটা অযোধ্যা জুড়ে এত ভিড় যে থাকার জায়গা পাচ্ছেন না তিনি। সুনীল জানিয়েছেন, নির্ধারিত সময়ের দিন তিনেক আগেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন তিনি, কারণ এক মিউজিক ভিডিয়োর শুট করার কথা রয়েছে তাঁদের।

তাঁর কথায়, “আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এখানে এসে দেখি হোটেলে কোনও ঘর নেই। আমাদের বিমানের বন্দোবস্ত করা হলেও ঘরের ব্যবস্থা করা হয়নি।” ঘর নিয়ে বিপাকে পড়লেও গোটা অযোধ্যার এই মুহূর্তে পরিবেশ দেখে দারুণ খুশি তিনি। যোগ করলেন, “দেখে মনে হচ্ছে না কোনও শহরে আছি। এখানকার বাতাসেও অদ্ভুত এক শক্তি রয়েছে। পুরো শহরেই অদ্ভুত এক ভাললাগার আবহাওয়া।” আপাতত তিনি তাকিয়ে আছেন ২২ জানুয়ারির দিকে। সেদিনই যে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার।