‘আমায় মেরেছেন, তাচ্ছিল্য করেছেন’, সঞ্জয়লীলা ভনসালীকে নিয়ে বিস্ফোরক রণবীর
Ranbir-Sanjay: পরিচালকদের নিয়েও নানা মন্তব্য করতে শোনা যায় তাঁকে। যেখানে তালিকা থেকে বাদ পড়লেন না সঞ্জয়লীলা ভনসালি। সদ্য রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের আগামী ছবির নাম ঘোষণা করেছেন। সঞ্জয়লীলার ফ্রেমে দ্বিতীয়বার পর্দা. আসতে চলেছেন তাঁরা।

সম্প্রতি রণবীর কাপুর বলিউডের এক বায়োপিক নিয়ে ইচ্ছে প্রকাশ করেছেন। আর তা হল তাঁর ঠাকুরদা রাজকাপুরের জীবনী। সঞ্জু ছবির বায়োপিকের পর তিনি আবারও এক বায়োপিক নিয়ে নিজের মত প্রকাশ করলেন। তাঁর কথায়, আজ যদি বেঁচে থাকতেন রাজ কাপুর, তবে তিনি নিঃসন্দেহে তার সঙ্গে মদ্যপান করলেন, আড্ডা দিতেন, জীবন নিয়ে গল্প করতেন। রাজকাপুরের জীবনী নিয়ে লেখা বই রাজ কাপুরঃ দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক প্রকাশনীতে এসে এই প্রসঙ্গে মুখ খোলেন রণবীর কাপুর। পাশাপাশি বর্তমান যুগের পরিচালকদের নিয়েও নানা মন্তব্য করতে শোনা যায় তাঁকে। যেখানে তালিকা থেকে বাদ পড়লেন না সঞ্জয়লীলা ভনসালি। সদ্য রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের আগামী ছবির নাম ঘোষণা করেছেন। সঞ্জয়লীলার ফ্রেমে দ্বিতীয়বার পর্দা. আসতে চলেছেন তাঁরা।
ছবির নাম, লাভ এ্যণ্ড ওয়ার। সেই পরিচালককে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন রণবীর? নাকি সবটাই ছিল প্রশংসা, ঠিক কী বললেন কাপুর-সন? রণবীরের কথায়, আমি যখন ব্ল্যাক ছবিতে সহপরিচালক হিয়েবে কাজ করি, তখন সঞ্জয় লীলা ভনসালি আমাদের মারতেন, তাচ্ছিল্য করতেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো, তবে এটাই ভবিষ্যতে গোটা বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য সঠিক শিক্ষা ছিল।
বর্তমানে সেই পরিচালকের ক্যামেরা সস্ত্রীক রণবীর। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। ২০২৫ সালে তা মুক্তি পাবে পর্দায়। প্রসঙ্গত ২০২৩ সালে ফিল্ম ফেয়ার মঞ্চে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবির ঘোষণা করার পর থেকেই ভক্ত মনে তা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।





