করোনায় গৃহবন্দি হয়েও গার্লফ্রেন্ড আলিয়ার জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন রণবীর?

সোমবার ছিল আলিয়ার জন্মদিন। আলিয়া ছিলেন জয়পুরে। বন্ধু রিয়া খুরানার বিয়ে সেলিব্রেট করছিলেন অভিনেত্রী। কিন্তু জন্মদিনের ঠিক আগের রাতেই দেখা যায় জয়পুর থেকে বিনা নোটিসে মুম্বই উড়ে এসেছেন আলিয়া।

করোনায় গৃহবন্দি হয়েও গার্লফ্রেন্ড আলিয়ার জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন রণবীর?
রণবীর-আলিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2021 | 5:21 PM

গার্লফ্রেন্ডের জন্মদিন। কিন্ত রণবীর কাপুর করোনায় আক্রান্ত হয়ে আপাতত গৃহবন্দি। তাই বলে কি সেলিব্রেশন হবে না? সশরীরে হাজির হতে না পারলেও ঘরবন্দি হয়েই আলিয়াকে জন্মদিনে সারপ্রাইজ দিলেন রণবীর।

সোমবার ছিল আলিয়ার জন্মদিন। আলিয়া ছিলেন জয়পুরে। বন্ধু রিয়া খুরানার বিয়ে সেলিব্রেট করছিলেন অভিনেত্রী। কিন্তু জন্মদিনের ঠিক আগের রাতেই দেখা যায় জয়পুর থেকে বিনা নোটিসে মুম্বই উড়ে এসেছেন আলিয়া। শুধু যে এসেছেন তাই নয়, করণ জোহরের বাড়িতে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, মালাইকা অরোরার সঙ্গে পার্টি করতেও দেখা যায় তাঁকে। করণই ছিলেন পার্টির আয়োজক। প্রিয় ‘আলু’র জন্মদিন অথচ সেলিব্রেশন হবে না তা কী করে হয়? তবে সূত্রের খবর, করণ আয়োজক হলেও এই গোটা পার্টির মাস্টারমাইন্ড আসলে রণবীর কাপুর।

পার্টিতে কে কে আসবেন, প্রেমিকাকে কী করেই বা সারপ্রাইজ দেওয়া যাবে, সে সব নাকি কোয়রান্টিনে থেকে প্ল্যান করেছেন তিনিই। সূত্র আরও জানাচ্ছে, গত মাসে প্রেমের সপ্তাহে নাকি আলিয়াকে একটা বড়সড় সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল রণবীরের। কিন্তু কাপুর পরিবারের অন্যতম সদস্য রাজীব কাপুরের হঠাৎ মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায়। রণবীর ভেবেছিলেন আলিয়ার জন্মদিনে সবটা পুষিয়ে দেবেন। কিন্তু সেখানেও বাধা। তিনি আক্রান্ত হলেন করোনায়। তাই আলিয়া সেলিব্রেট করতে না চাইলেও রণবীর তা হতে দিলেন না। তিনি সশরীরে হাজির ছিলেন না ঠিকই। কিন্তু সূত্রের খবর ভার্চুয়ালি গোটা সময়টাই পার্টিতে হাজির ছিলেন রণবীর। আলিয়াও খুশি। রণবীরকে যিনি তিনি মিস করছেন সে কথা তো আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হন রণবীর কাপুর। তাঁর মা নিতু কাপুর সে খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে লেখেন, “আগের থেকে ভাল আছে রণবীর। ডাক্তারের নির্দেশ মেনে চলছে।” কোয়রান্টিনে ছিলেন আলিয়াও। যদিও তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় আবার কাজে যোগ দিয়েছেন ‘গাঙ্গুবাই’।