ধবধবে সাদা ধুতিতে রণবীর, অভিনেতার এই লুক ট্রেন্ডিং; তরুণরা বলছেন, ‘আমরাও পরব’
Ranbir Kapoor in Dhoti: কোনওদিনও ধুতি পরে প্রকাশ্যে আসেননি রণবীর কাপুর। কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তিনি গিয়েছিলেন ধুতি পরেই। সঙ্গে স্ত্রী আলিয়া ভাটকেও একটি সবুজ শাড়িতে দেখা যায়। রণবীরের এই ধুতি লুক ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। দেশের তরুণরা অনুপ্রাণিত।

২২ জানুয়ারি, অর্থাৎ আজ অযোধ্যায় হয়ে গিয়েছে রাম মন্দিরের উদ্বোধন। দেশের অসংখ্য মানুষ তাকিয়ে এই উদ্বোধনের দিকে। কেন্দ্রীয় সরকারী স্কুল, কলেজ, অফিসের ছুটির হাওয়া। সিনেমা হলে দেখান হচ্ছে রামমন্দিরের উদ্বোধন। বলিউডের এবং সারা দেশের জনপ্রিয় অভিনেতারা হাজির হয়েছেন রামমন্দিরের উদ্বোধনে। উপস্থিত হয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট। অভিনেতা রণবীর কাপুর হাজির হয়েছেন আলিয়াকে নিয়ে। সম্পূর্ণ নতুন অবতারে ধরা পড়েছেন তাঁরা। এই প্রথম প্রকাশ্যে ধুতি পরে আসতে দেখা যায় কাপুর পরিবারের পুত্রকে। রণবীরের ধুতি লুক এখন ট্রেন্ড করছে এক্সে (সাবেক টুইটার–সোশ্যাল মিডিয়ায়)।
কেবল রণবীর নন, আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফও এসেছেন। তাঁর কালো রঙের দামী গাড়ি থেকে নামলেন রণবীর এবং আলিয়া। রণবীরের পরনে সাদা ধুতি এবং সাদা শাল। এই লুকিয়ে আগে কেউ কখনও দেখেননি রণবীরকে। নেটিজ়েনরা বলছেন, “দারুণ সুন্দর দেখতে লাগছে অভিনেতাকে। রণবীর পরলে তাঁরাও ধুতি পরবেন।” ভারতের ঐতিহ্যবাহী দুই পোশাকে স্বামী-স্ত্রীর রণবীর-আলিয়া হাজির হয়েছেন রাম মন্দিরের উদ্বোধনে। মেয়েরা পরনে শাড়ি জড়ালেও, বর্তমান ভারতবর্ষে তেমনভাবে জায়গা করে নিতে পারেননি ধুতি। তরুণদের কাছে এখনও প্রিয় পোশাক পাজামা-পঞ্জাবী কিংবা প্যান্ট-শার্ট। বলিউড আইকন রণবীর যদি ধুতি পরেন, তা হলে যুব সমাজের মনে হতে পারে তাঁরাও সেই পোশাপ পরবেন।
১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিটি। সেখানে অতিরিক্ত পুরুষালি একটি চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। কাঁধ পর্যন্ত লম্বা চুল, মুখ ভর্তি গোঁফ-গাঁড়ি এবং রক্ত মাখা লুকে রণবীরকে বেশ অন্যরকম লেগেছিল সেই ছবিতে। ছবি ব্লকবাস্টার হিট করেছে। এই মুহূর্তে তিনি অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ’-এ রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। পুরুষোত্তম রামের চরিত্রে অভিনয় করার জন্য মাছ-মাংস-মদ-সিগারেট সবই ছেড়েছেন তিনি। সম্পূর্ণ নিরামিষ আহার করছেন।





