সলমন নন, লাইমলাইটে নাকি রণদীপ! কোন ছবিতে জানেন?

এই ছবিতে রণদীপকে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে। গোয়ার এক ড্রাগ মাফিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে।

সলমন নন, লাইমলাইটে নাকি রণদীপ! কোন ছবিতে জানেন?
অনস্ক্রিনের হাড্ডাহাড্ডি লড়াই।
Follow Us:
| Updated on: Dec 10, 2020 | 12:12 PM

একেবারে নতুন রূপে রণদীপ হুডা (Randeep Hooda)। এতদিন নাকি দর্শক যেভাবে দেখেছেন এই মডেল-অভিনেতাকে তার থেকে ভিন্ন রূপে দেখা মিলবে ‘রাধে’ (Radhe) ছবিতে। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সলমন খান (Salman Khan)। অতিমারির পরিস্থিতি তৈরি না হলে চলতি বছরের ঈদেই মুক্তি পেত এই ছবি। কিন্তু পরিস্থিতির কারণে তা পিছিয়ে ২০২১ হয়েছে বলে খবর।

এই ছবিতে রণদীপকে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে। গোয়ার এক ড্রাগ মাফিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। ড্রাগ কেনা বেচার জগতে যিনি একজন গ্যাংস্টার। কিন্তু তার মনের গভীরে বাসা বেঁধে রয়েছে অনেক কিছু। আদতে তিনি একজন সাইকোপ্যাথ। এই ধরনের চরিত্র খুব কম লেখা হয়েছে বলে দাবি করেছেন এই ছবির সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। পাশাপাশি রণদীপকে এমন চরিত্রে আগে দেখেননি দর্শক।

আরও পড়ুন, অতনুদা গাইড না করলে ‘রবিবার’-এর কঠিন চরিত্র করতে পারতাম না: জয়া

গত অক্টোবরে ‘রাধে’-র শুটিং করেছেন রণদীপ। তার আগে অগস্টে হাঁটুর অপারেশন করিয়েছেন তিনি। অভিনেতা বলেছিলেন, “এই চরিত্রটা নিয়ে আমি নিজের মতো করে একটা ধারণা তৈরি করেছি। অনস্ক্রিনে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করব। এই ধরনের চরিত্রে অভিনয় করার জন্য শারীরিক তো বটেই, অনেক বেশি মানসিক পরিবর্তন প্রয়োজন। সেটা করেছি। এবার সবটাই দর্শকের হাতে। তাঁদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি।”

আরও পড়ুন, অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘরে নতুন অতিথি, বিয়ের প্রস্তুতি শুরু কি?

‘রাধে’ ছবিতে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিশা পটানিও। ফলে সলমন-দিশার কেমিস্ট্রি কেমন হবে, তা নিয়েও উৎসাহ রয়েছে দর্শক মহলে। তবে ছবির সঙ্গে যুক্ত বলিউডের বিভিন্ন সূত্রের দাবি, সলমন বা দিশা নন, সব লাইমলাইট কেড়ে নেবেন রণদীপ। কারণ অসাধারণ চরিত্রে তিনি অভিনয় করেছেন। একই সঙ্গে রণদীপের পারফরম্যান্সও নাকি দুর্দান্ত হয়েছে।