অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘরে নতুন অতিথি, বিয়ের প্রস্তুতি শুরু কি?
রাজা চন্দের পরিচালনায় ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার বড়পর্দায় জুটি হিসেবে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।
নতুন অতিথিকে ঘরে নিয়ে এলেন অঙ্কুশ (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা (Oindrila Sen)। এই জুটির প্রেমের খবর সকলেই জানেন। পরের বছর বিয়ে করতে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন দু’জনেই। এর মধ্যেই ঘরে নতুন অতিথির আগমন। অর্থাৎ গাড়ি কিনলেন দুই তারকা। এর মাধ্যমেই কি বিয়ের শপিংও শুরু করে ফেললেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন তাঁদের অনুগামীরা।
দু’জনেরই পছন্দের রং কালো। তাই কালো রঙের গাড়ি বেছে নিয়েছেন তাঁরা। ব্র্যান্ড স্কোডা। গাড়ির দুই পাশে দাঁড়িয়ে দুই তারকার ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
View this post on Instagram
কয়েক দিন আগে অনির্বাণ এবং মধুরিমার বিয়ের একটি ছবি শেয়ার করে অঙ্কুশ লিখেছিলেন, ‘অভিনন্দন বন্ধু…তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে.. তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো…।’
আরও পড়ুন, অতনুদা গাইড না করলে ‘রবিবার’-এর কঠিন চরিত্র করতে পারতাম না: জয়া
এই শুভেচ্ছা বার্তাতেই অঙ্কুশ স্পষ্ট করে দিয়েছিলেন, খুব তাড়াতাড়ি বিবাহিতদের ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। প্রশ্ন করতে অঙ্কুশ বলেছিলেন, “২০২১-এই বিয়ে করব। ফার্স্ট টু সেকেন্ড কোয়ার্টার। দেখা যাক।”
অন্যদিকে ঐন্দ্রিলা বলেছিলেন, “আমাদের বিয়ের এখনও দিন ঠিক হয়নি। তবে পরের বছর বিয়ে করব ভেবেছি। বাড়িতেও কথা চলছে। তবে এখন যা পরিস্থিতি সত্যিই তো আগে থেকে কিছু প্ল্যান করা কঠিন। প্যানডেমিক পরিস্থিতিতে কখন যে আবার লকডাউন হয়ে যাবে, কে জানে! দেখা যাক…।”
আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি
রাজা চন্দের পরিচালনায় ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার বড়পর্দায় জুটি হিসেবে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। অফস্ক্রিন জুটিকে অনস্ক্রিনে কেমন দেখাবে, তা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ রয়েছে। দুই অভিনেতাই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। সেটা পড়েই একবাক্যে ছবি করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন তাঁরা। সুদীপ্তা চক্রবর্তীর কাছে রীতিমতো এই ছবির জন্য ওয়ার্কশপ করেছেন তাঁরা।
আরও পড়ুন, মেয়ের বয়স তিন মাস, সেলিব্রেট করলেন অঙ্কিতা
কাজ তো থাকছেই। একইসঙ্গে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে মনে করছেন শুভাকাঙ্খীরা।