Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকাই প্রয়াত ফ্যাশন ডিজাইনার রোহিত বল! বয়স হয়েছিল মাত্র ৬৩

Rohit Bal: মাত্র ৬৩ বছর বছরেই প্রয়াত হলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বল। এ দিন অর্থাৎ শুক্রবার আচমকাই অসুস্থতা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

আচমকাই প্রয়াত ফ্যাশন ডিজাইনার রোহিত বল! বয়স হয়েছিল মাত্র ৬৩
Follow Us:
| Updated on: Nov 01, 2024 | 10:05 PM

মাত্র ৬৩ বছর বছরেই প্রয়াত হলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বল। এ দিন অর্থাৎ শুক্রবার আচমকাই অসুস্থতা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘ দিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন রোহিত। গত বছর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে সে যাত্রায় কামব্যাক করেছিলেন তিনি। তবে এবার আর পারলেন না।

তাঁর আকস্মিক প্রয়াণে হতবাক গোটা বলিউড। কিছু দিন আগেই ল্যাকমে ফ্যাশন উইকের মাধ্যমে কামব্যাক করেছিলেন রোহিত। তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। ভারতের ফ্যাশন দুনিয়ায় রোহিতকে ট্রেন্ড সেটার বলা চলে। খাদি গ্রাম উদ্যোগেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁর। ‘কউন বনেগা ক্রোড়পতি’র যাবতীয় কস্টিউম তাঁরই ডিজাইন করা।

১৯৬১ সালের ৮ মে শ্রীনগরে জন্ম নেন রোহিত বাল। ভাই রাজীব বালের সঙ্গে মিলিত হয়ে ১৯৮৬ সালে নয়া দিল্লিতে নিজের সংস্থা শুরু করেন তিনি। ২০০৬ সালে ডিজাইনার অব দ্য ইয়ার সম্মানের ভূষিত হন তিনি। ২০০১ সালে কিংফিসার ফ্যাশন অ্যাচিভমেন্ট পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর আচমকা প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। কিছুতেই বিশ্বাস করতে পারছেন না কেউই।