ঋতুপর্ণার সঙ্গে ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়! অঙ্কুশের পরের ছবিতে কি দেখা যাবে অভিনেত্রীকে?
অঙ্কুশকে ফোনে ধরা হলে তিনি বলেন....
পরের ছবিতে ম্যাজিশিয়ান তিনি। আর ট্রেলারে দেখালেন ‘ম্যাজিক’। ছবি পরিচালনায় রাজা চন্দ। সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেন। কিন্তু এক মুহূর্তের জন্য অবসর নেই নায়কের। একের পর এক ফিল্ম রয়েছে লিস্টে। প্রেমেন্দ্র বিকাশ চাকির ছবিতেও অভিনয় করতে চলেছেন অঙ্কুশ (Ankush Hazra)। সে ছবির শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে। শোনা যাচ্ছে আবার রাজা চন্দের ছবিতে ফিরবেন অঙ্কুশ। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঝড় তুললেন অঙ্কুশ।
ঋতুপর্ণার সেনগুপ্তর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ। ক্যাপশানে লেখেন, ‘উফ, শুধু ছবির নাম ঠিক করতে দেরি, উইদ অলটাইম ফেভারিট ঋতুপর্ণা সেনগুপ্ত।’
View this post on Instagram
এই ক্যাপশানই চোখ টেনেছে নেটিজেনের। কেউ লিখছেন, ‘সব থেকে হিট মুভি যাবে অঙ্কুশদা, উইশ ইউ অল দ্য বেস্ট।’ আবার অন্য একজন লিখেছেন, ‘ওয়াও গ্রেট অ্যাচিভমেন্ট।’
তবে অঙ্কুশকে ফোনে ধরা হলে তিনি জানান, “ওটা জাস্ট ইয়ার্কি ছিল। এমনি মজার ছলে ওই ক্যাপশান লিখেছিলাম।”
View this post on Instagram
তবে এও ঠিক দু’জনেই কিন্তু বাংলা মেন স্ট্রিম ছবির মেগাস্টার। তা-ই অঙ্কুশ-ঋতুপর্ণাকে একসঙ্গে এক ছবিতে দেখা দিলে সে ছবি যে ব্লকবাস্টার হতেই পারে।