শিয়রে ইডি! গোটা টলিউড এলেও কেন এবার ভোট দিলেন না ঋতুপর্ণা?
অতীতে রাজ্যের প্রাক্তন খ্যাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছে রেশন দুর্নীতিতে। এই মুহূর্তে তিনি ইডি হেফাজতে। হয়েছেন গ্রেফতার। অভিনেত্রীর দাবি, জ্যোতিপ্রিয়ের সঙ্গে কিছু অনুষ্ঠানে তাঁর দেখা হলেও তা নেহাতই সাক্ষাৎ বিনিময়।

গণতন্ত্রের উৎসবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজেই। তবে সেই উৎসবেই সামিল হতে দেখা গেল না ঋতুপর্ণা সেনগুপ্তকে। জিৎ থেকে দেব, কোয়েল থেকে রুক্মিণী প্রায় সব তারকাই যখন ভোটের কালি হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন তখন ঋতুপর্ণা কোথায়? সাম্প্রতিক বিতর্ক এড়াতেই কি এই পন্থা? সামনে এল কারণ।
জানা যাচ্ছে, অভিনেত্রী দেশে ছিলেন না। গিয়েছিলেন মার্কিন মুলুকে। সেই কারণেই এই অনুপস্থিতি। শুধু তিনি নন, ভোটকেন্দ্রে দেখা গেল না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। শোনা যাচ্ছে, তিনিও নাকি রয়েছেন মুম্বইয়ে। প্রসঙ্গত, আগামী ৫ জুন রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে ইডি। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে আবারও ইডির তলব তাঁকে। যদিও অভিনেত্রীর দাবি, তাঁর কলকাতার বাড়িতে কোনও চিঠি এসে পৌঁছয়নি। তিনি এও জানান, রেশন দুর্নীতি কি তা তিনি জানেনই না।
অতীতে রাজ্যের প্রাক্তন খ্যাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছে রেশন দুর্নীতিতে। এই মুহূর্তে তিনি ইডি হেফাজতে। হয়েছেন গ্রেফতার। অভিনেত্রীর দাবি, জ্যোতিপ্রিয়ের সঙ্গে কিছু অনুষ্ঠানে তাঁর দেখা হলেও তা নেহাতই সাক্ষাৎ বিনিময়। তাঁর অভিযোগ তাঁকে কলুষিত করার জন্য এমনটা করা হচ্ছে। কিছু দিন বাদেই মুক্তি পাবে তাঁর ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৫০ তম ছবি অযোগ্য। তার আগেই ইডির ডাক। ছবিতে প্রভাব ফেলবে না তো? প্রশ্ন ঘুরছে টলিউডের অন্দরে।





