ঐশ্বর্যাকে স্পর্শ ভন্সালীর! রেগে আগুন হয়ে কী করে বসেন সলমন?
Salman Khan: সলমনের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন বিশ্বসুন্দরী। পরবর্তীতে তাঁকে ও সলমনকে নিয়ে বাজিরাও মস্তানি তৈরি করতে চেয়েছিলেন সঞ্জয়, রাজি হননি ঐশ্বর্যা। প্রকাশ্যেই বলেছিলেন, "আমি বাজিরাও মস্তানি করতে চেয়েছিলাম, কিন্তু সঞ্জয় স্যর যে বাজিগরের সঙ্গে করবে ভেবেছিল তার সঙ্গে করতে চাইনি।"
ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমনের খানের প্রেম বলিউডে আইকনিক! সেই প্রেম ঘিরে যে কত কাণ্ড। কত গল্প। সে হিসেব নেই। এমনই এক কাণ্ড একবার ঘটেছিল ‘হাম দিল দে চুকে সনম’-এর সেটে। খোদ সঞ্জয় লীলা ভন্সালীর উপরেই রেগে আগুন হয়ে যান সলমন। কারণ একটাই, অভিযোগ, সঞ্জয় নাকি ছুঁয়েছেন ঐশ্বর্যাকে। কী হয়েছিল জানেন? গোটা ঘটনার বিবরণ দিয়েছেন অভিনেত্রী স্মিতা জয়কার। ছবিতে যিনি ঐশ্বর্যার মায়ের ভূমিকায় অভিনয় করেন।
স্মিতার কথায়, “সে সময় ওদের প্রেম সবে শুরু হয়েছে। ছবির জন্য সে তো ভাল ব্যাপার। মনে আছে ‘আঁখো কি গুস্তাকিয়া’র শুটিং হচ্ছিল। সেখানে একটি দৃশ্য বোঝাতে গিয়ে সঞ্জয় অ্যাশকে ছোঁয়। তা দেখে নিজেকে ধরে রাখতে পারেনি সলমন। ছুট্টে যায় সেখানে। সোজা সঞ্জয়ের মুখের উপরেই প্রশ্ন করে বসে, ‘সঞ্জয় স্যর! এ সব কী হচ্ছে? কেন ওঁকে স্পর্শ করছেন আপনি! এই সব করা উচিৎ নয়।” এই আকস্মিকতায় হকচকিয়ে যান ভন্সালীও। এরকম করে তাঁকে যে কেউ কোনওদিনও বলেননি। ইন্ডাস্ট্রিতে ‘বদমেজাজি’ বলে সুনাম রয়েছে ভন্সালীর। সেই ভন্সালীর চোখে চোখে রেখেই নাকি প্রশ্ন! নতুন নতুন প্রেম, তাই পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি তাঁকে। যদিও গোটা সেটে হয়েছিল হইচই। ঐশ্বর্যা ও সলমনের প্রেম পরিণতি পায়নি।
সলমনের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন বিশ্বসুন্দরী। পরবর্তীতে তাঁকে ও সলমনকে নিয়ে বাজিরাও মস্তানি তৈরি করতে চেয়েছিলেন সঞ্জয়, রাজি হননি ঐশ্বর্যা। প্রকাশ্যেই বলেছিলেন, “আমি বাজিরাও মস্তানি করতে চেয়েছিলাম, কিন্তু সঞ্জয় স্যর যে বাজিগরের সঙ্গে করবে ভেবেছিল তার সঙ্গে করতে চাইনি।” সে সব অনেক দিনের কথা। এই মুহূর্তে মেয়ে ও স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।