কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন সলমন খান
সলমন জানিয়েছেন, তাঁর মা-বাবা অর্থাৎ সেলিম খান এবং সালমা খানও করোনার ভ্যাকসিন নিয়েছেন।
কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন সলমন খান। বুধবার ভ্যাকসিন নিয়েছেন তিনি। টুইট করে জানিয়েওছেন সেকথা। জানা গিয়েছে, বুধবার লীলাবতী হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিয়েছেন বলিউড অভিনেতা। ৫৫ বছর বয়সী অভিনেতা টুইট করে লিখেছেন, ‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম’। সলমন জানিয়েছেন, তাঁর মা-বাবা অর্থাৎ সেলিম খান এবং সালমা খানও করোনার ভ্যাকসিন নিয়েছেন।
Took my first dose of vaccine today….
— Salman Khan (@BeingSalmanKhan) March 24, 2021
বলিউডের আরও অনেকেই ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। গতকাল, ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সঞ্জয় দত্ত। টিকাকরণের সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন তিনি। ডাক্তার এবং ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।
সঞ্জয় দত্ত কোভিডের ভ্যাকসিন নিয়ে টুইট করেন, “ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম বি কে সি ভ্যাকসিন সেন্টারে! আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ধেরে এবং তাঁর টিমকে। দেশে টিকাকরণ সম্ভব করার জন্য ধন্যবাদ সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী এবং ভারত সরকারকে। জয় হিন্দ।”
এছাড়াও কোভিড ভ্যাকসিন নিয়েছেন, শর্মিলা ঠাকুর, অনুপম খের, ধর্মেন্দ্র। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন এবং বাবা রাকেশ রোশন। বেশ কিছুদিন আগে ভ্যাকসিন নিয়ে দেদার ট্রোলডও হয়েছিলেন সইফ আলি খান।