অভিনেতা থেকে কনটেন্ট ক্রিয়েটার, বলিউডকে বিদায় জানিয়ে ‘ভাল আছেন’ সমীরা রেড্ডি

গালে ব্রন, পাকা চুল আর একেবারে নো মেকআপ লুক নিয়ে সমীরা এখন পুরোদস্তুর কন্টেন্ট ক্রিয়েটার। না বলিউড তাঁকে দূরে ঠেলে দেয়নি।

অভিনেতা থেকে কনটেন্ট ক্রিয়েটার, বলিউডকে বিদায় জানিয়ে 'ভাল আছেন' সমীরা রেড্ডি
সমীরা রেড্ডি
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 7:40 PM

সমীরা রেড্ডি। সেলুলয়েডে তাঁকে দেখা যায় না বেশ কয়েক বছর হল। তাঁর দেখা মেলে সোশ্যাল মিডিয়ায়। গালে ব্রন, পাকা চুল আর একেবারে নো মেকআপ লুক নিয়ে সমীরা এখন পুরোদস্তুর কন্টেন্ট ক্রিয়েটার। না বলিউড তাঁকে দূরে ঠেলে দেয়নি। বলা ভাল, বলিউড থেকে ‘ইচ্ছেবিদায়’ নিয়েছেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে নিজেই জানাচ্ছেন, ৪২-এ এসে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন দুই সন্তানের মা সমীরা। আগের থেকেও এখন অনেক বেশি স্বাধীন তিনি।

২০১৫-এ প্রথমবার মা হন সমীরা। তবে সন্তান হওয়ার পর একটা বড় সময় তিনি ডুবে গিয়েছিলেন অবসাদে। শারীরিক পরিবর্তন, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি তাঁকে বিচলিত করে দিয়েছিল একটা সময়। প্রায় দু’বছর পর কামব্যাক তাঁর। না, বড় পর্দায় নয়।

সোশ্যাল মিডিয়ায়। সেখানেও সমস্যা যখন নো-মেকআপ লুকে সামনে এলেন অনেকেই তাঁকে আনফলো করে দিয়েছিল, জানাচ্ছেন সমীরা নিজেই। তারকার পাকা চুল, স্ট্রেচ মার্ক আর চোখের তলায় কালিমাখা ‘লুক’ নিতে পারেননি তাঁরা। অনেকেই প্রশ্ন করেছে, “হোয়াটস রঙ উইদ ইউ?”

ঠিক-ভুলের মাঝামাঝি সময়েই সমীরা তাঁর শাশুড়িকে নিয়ে শুরু করেন তাঁর ইউটিউব চ্যানেল স্যাসি সাসু অ্যান্ড মেসি মাম্মা। শাশুড়ি মা’র সঙ্গেও যে এত ভাল সম্পর্ক হতে পারে সে কথাকেই যেন মান্যতা দিতে শুরু ওঁদের দু’জনের কেমিস্ট্রি। টিনএজার থেকে গৃহবধু– হঠাৎ করেই আবিষ্কার করে ফেলে সমীরা না ছুঁতে পারা তারকা নন, তিনি যেন পাশের বাড়ির মেয়ে। শাশুড়ির সঙ্গে রান্না করছেন, বাচ্চার ন্যাপি পরিষ্কার করছেন। ব্যস, কেল্লাফতে! ফলাফল? হুহু করে লাইক, আর কমেন্ট…একের পর এক ভাইরাল কন্টেন্ট।

তবে এত কিছুর মাঝেও বলিউডকে কি মিস করেন সমীরা? তাঁর উত্তর, “না। এখন যে ভালবাসা পাচ্ছি আগে তো পাইনি। অভিনেতা হিসেবে সব সময় ছুটে বেড়াতাম। কী যেন হারানোর ভয় থাকত সব সময়। আমার শরীর, গ্ল্যামার সব কিছু নিয়েই কাজ করত চূড়ান্ত এক নিরাপত্তাহীনতা। এখন সবটাই একা হাতে। একা একাই ভিডিয়ো বানাই। এডিট করি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাই।”

তবে বলিউডে যে তিনি ভবিষ্যতে ফিরবেন না এমনটা নয়। ছেলে ছোট। মেয়ের বয়স মাত্র দুই। মেয়ে বড় হলেই ইচ্ছে আছে তাঁর। ততদিন কন্টেন্ট ক্রিয়েটার হয়েই নিজের শর্তে বাঁচতে চাইছেন সমীরা। তাঁর স্বীকারোক্তি, “৪২ এ এসেও যে এতটা স্বাধীন হব আগে ভাবতে পারিনি।”