Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের ফুলশয্যায় ব্যাঘাত, কার জন্য বরকে প্রথম রাত কাছে পাননি গৌরী

Shahrukh-Gauri: যে ছবিতে ছিলেন হেমা মালিনি। ফুলশয্যার দিন ছুটি নিয়েছিলেন শাহরুখ। বুক করেছিলেন একটি হোটেল। গৌরীকে নিয়ে সেখানে পৌঁছে যেতেই, পেলেন ডাক। শাহরুখ স্থির করলেন গৌরীকে নিয়ে হেমার সঙ্গে দেখা করতে যাবেন। তাই করেছিলেন।

শাহরুখের ফুলশয্যায় ব্যাঘাত, কার জন্য বরকে প্রথম রাত কাছে পাননি গৌরী
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 4:22 PM

শাহরুখ খান ও গৌরী খান। একে অন্যের সঙ্গে দীর্ঘ প্রেমের পর তাঁরা স্থির করেছিলেন যে বিয়ের পিঁড়িতে বসবেন। তখনও শাহরুখ খানের পায়ের তলার মাটি সেভাবে শক্ত হয়নি। কেনা হয়নি মন্নত। তবে শাহরুখ খান গৌরীর হাত ধরেছিলেন সারা জীবন একসঙ্গে থাকবেন বলে। গোরী খানও বিশ্বাসের মর্যাদা রেখেছিলেন। সেই থেকে পথচলা শুরু। একটু একটু করে এই জুটি গুছিয়েছেন নিজেদের সংসার। বিয়ের বহু বছর পরও তাঁরা সুখে সংসার করলেও, তাঁদের বিয়ের প্রথম রাত মোটেও সুখের ছিল না। যে তথা মনে পড়লে আজও শাহরুখ খানের চোখে আসে জল। তখন শাহরুখ খান দিল আসনা হ্যায় ছবির শুটে ব্যস্ত। যে ছবিতে ছিলেন হেমা মালিনি। ফুলশয্যার দিন ছুটি নিয়েছিলেন শাহরুখ। বুক করেছিলেন একটি হোটেল। গৌরীকে নিয়ে সেখানে পৌঁছে যেতেই, পেলেন ডাক। শাহরুখ স্থির করলেন গৌরীকে নিয়ে হেমার সঙ্গে দেখা করতে যাবেন। তাই করেছিলেন।

সেটে গিয়ে শাহরুখ খান দেখেন সেখানে হেমা মালিনি আসেননি। রাত ২ টো পর্যন্ত সেটেই ছিলেন শাহরুখ, গৌরী খানকে বসিয়ে গিয়েছিলেন মেকআপ রুমের একটি চেয়ারে। ফিরে এসে শাহরুখ খান দেখেন গৌরী ঘুমিয়ে পড়েছেন। দেখে কেঁদে ফেলেছিলেন শাহরুখ খান। গায়ে মশার কামড়, শাহরুখ সেই মধ্যরাতে গৌরীকে নিয়ে ফিরেছিলেন হোটেলে। সেই রাতের কথা এক সাক্ষাৎকারে খোদ জানিয়েছিলেন শাহরুখ খান। যদিও সেদিন হেমা কেন এমনটা করেছিলেন, তা স্পষ্ট নয় শাহরুখ খানের কাছে। যদিও সেই দিন কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি জুটির। ধীরে ধীরে তৈরি করেছিলেন তাঁরা স্বপ্নের সাম্রাজ্য। যদিও গৌরী খানও ভরসা, ধৈর্য্য ও বিশ্বাস কোনওদিন হারাননি।