জীবনের নতুন ইনিংস, কয় মাস পার করে খুশিতে ডগমগ শ্রুতি?
Shruti Das: কাউকে কিচ্ছু না জানিয়েই গত বছর ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। সে সময় বিয়ে নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন তিনি।
হুট করেই নিয়েছিলে সিদ্ধান্ত। হুট করেই হয়েছিল সবটা। ইন্ডাস্ট্রি থেকে সেই ভাবে আমন্ত্রণ করেননি কাউকেই। কথা হচ্ছে শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের। দেখতে দেখতে বিবাহিত জীবনের নয়টা মাস পার করে ফেললেন ওঁরা। আনন্দে আত্মহারা শ্রুতি। তাঁর ‘বাবি’র সঙ্গে কিছু মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, “অফিসিয়ালি আমার হওয়ার ৯টা মাস পার। আমায় সহ্য করার জন্য তোমায় শুভেচ্ছা বর।”
কাউকে কিচ্ছু না জানিয়েই গত বছর ১০ জুলাই পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ সঙ্গে নিয়ে বিয়ে করেন অভিনেত্রী শ্রুতি দাস। সে সময় বিয়ে নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমরা দু’জন জীবনে কোনও কিছুই প্ল্যান করে করিনি। এক মাস আগেই সবটা ঠিক, আই সোয়ার অন মাই মম। হঠাৎ করেই একদিন বললাম, ‘বিয়েটা করে নিলে কেমন হয়’? বাড়ির সবাইকে জানালাম, যে বিয়ে করতে চাই, তোমাদের কোনও আপত্তি নেই তো? ওরাও জানিয়ে দেয় যে নেই। ব্যস। এর পরেই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপিল করি। ব্যস, বিয়ে করে নিই।”
সেই মতোই সম্পন্ন হয়েছে সবটা। তবে ২০২৫-এর আগে সামাজিক বিয়ের ইচ্ছে নেই বলেই জানিয়েছেন শ্রুতি। মজা করে বলেছেন, “সন্তান নেব ২০৩০-এ গিয়ে।”
View this post on Instagram