Padma Award 2025: স্বাধীনতা সংগ্রামী থেকে ঢাকি, নেপথ্য নায়কদের আলোয় উজ্জ্বল পদ্ম সম্মানের তালিকা
Padma Award2025: ঘোষণা হয়ে গেল পদ্ম সম্মান ২০২৫। সেই তালিকায় রয়েছেন এক ঝাঁক বাঙালিও। স্বাধীনতা সংগ্রামী, গায়ক, খেলোয়ার, ঢাকি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত পরিচিত-অপরিচিত মুখ মিলিয়ে এই বছর মোট ১৩৯ জন পদ্ম সম্মান প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষণা হয়ে গেল পদ্ম সম্মান ২০২৫ প্রাপকদের নাম। সেই তালিকায় রয়েছেন এক ঝাঁক বাঙালিও। স্বাধীনতা সংগ্রামী, গায়ক, খেলোয়ার, ঢাকি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত পরিচিত-অপরিচিত মুখ মিলিয়ে এই বছর মোট ১৩৯ জন পদ্ম সম্মান প্রাপকের নাম ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন মোট ১১৩ জন,পদ্মভূষণ পুরষ্কার পাচ্ছেন ১৯ জন এবং পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। সেখানে যেমন আছেন ভারতীয়রা তেমনই আছেন বিদেশিনী যোগ প্রশিক্ষকও। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জেরেই ভারত সরকার সম্মানিত করবেন এই সব বিশিষ্ট ব্যাক্তিদের।
এই বছর পুরস্কার প্রাপকদের মধ্যে ২৩ জন নারী। এছাড়াও বিদেশী বা প্রবাসী ভারতীয় রয়েছেন মোট ১০ জন এবং মরণোত্তর সম্মানিত করা হবে ১৩ জনকে।
যাঁরা এই বছর বাংলা থেকে পদ্ম পুরষ্কার পাচ্ছেন তাঁর মধ্যে আছেন গায়ক অরিজিৎ সিং,অভিনেত্রী এবং নৃত্য শিল্পী মমতা শঙ্কর এবং বাংলার ঢাকি গোকুল চন্দ্র দাস। ক্রিকেটের নিজের অবদানের জন্য পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।
পদশ্রী সম্মান দেওয়া হবে শতায়ু বছরের লিবিয়া লোবো সরদেশাইকে। গোয়া নিবাসী লিবিয়া একদিকে যেমন দুঁদে উকিল, অন্যদিকে তেমনই পর্তুগীজ শাসন থেকে গোয়াকে স্বাধীন করত তাঁর লড়াই ভুলে যায়নি ভারত। পর্তুগিজদের বিরুদ্ধে গোয়াবাসীকে এক করার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। জঙ্গলের মধ্যে মাটির নীচে রেডিয়ো স্টেশন তৈরি করে স্বাধীনতা সংগ্রামের চেতনা ছড়িয়ে দিতেন তিনি।
প্যারিসে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক ২০২৪-এ সোনাজিতে সকলকে চমকে দিয়েছিলেন হরিয়ানার ছেলে তিরন্দাজ হরবিন্দর সিং। পদ্মশ্রী পাচ্ছেন তিনিও।
কুয়েতে থেকে যোগ ব্যয়ামের প্রশিক্ষণ দেন শাইখাও। পদ্ম সম্মান পাবেন ৪৮ বছরের শাইখাও। মরণোত্তর পদ্ম সম্মান পাচ্ছেন কলিন গানৎজার। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি এবং তাঁর স্বামী হিউ গানৎজার, জুটি বেঁধে ভারতের বিভিন্ন পর্যটন স্থানের কথা লিখেছেন। ৩০টিরও বেশি বই লিখেছেন গানৎজার দম্পতি। পদ্মশ্রী পাচ্ছেন এই দম্পতিও।