সোনু সুদ এ বার ‘কিষাণ’, টুইটে ফাঁস করলেন বিগ-বি

বছরের শুরুতেই বড় খবর সোনু সুদের জীবনে।

সোনু সুদ এ বার 'কিষাণ', টুইটে ফাঁস করলেন বিগ-বি
সোনু সুদ এবং অমিতাভ বচ্চন।
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 12:45 PM

বছরের শুরুতেই বড় খবর সোনু সুদের জীবনে। ‘কিষাণ’ হয়ে বড় পর্দায় আসছেন তিনি। আর সে খবরই ফাঁস করলেন বিগ-বি। পরিচালক ই নিবাশের নতুন ছবি ‘কিষাণ’-এ দেখা যাবে তাঁকে। ছবিটির প্রযোজক আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শান্ডিল্য।

সে খবরই আজ টুইটে শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, “কিষাণ টিমকে আমার শুভেচ্ছা। সোনু সুদকেও”। যদিও এই ছবির বিষয়বসু সাম্প্রতিক কৃষক আন্দোলন নিয়ে কিনা তা এখনও খোলসা করেনি টিম ‘কিষাণ’।

লকডাউনের মাঝে পরিযায়ী শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি পাঠানো থেকে শুরু করে, বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা… সব কিছুই একা হাতে সামলিয়েছেন সোনু। সরেজমিনে মেপে তদারকি করেছেন খুঁটিনাটি প্রতিটি বিষয়ের। আর দেশবাসীও অচিরেই ভালবেসে ফেলেছে সিনেমার ‘খলনায়ক’ সোনুকে।

কিছু দিন আগেই তেলঙ্গানার সিদ্দিপেটের ডব্বাটণ্ডা গ্রামে তাঁর মন্দির প্রতিষ্ঠা করেছেন গ্রামবাসী। তাঁদের কাছে সোনু যেন ‘ঈশ্বরের দূত”। বলবে নাই বা কেন? অসমে কাজ করা হতদরিদ্র পরিযায়ী শ্রমিক পবনকে মনে পড়ছে? কাজ হারিয়ে যিনি কার্যত ভেঙে পড়েছিলেন লকডাউনে। সোনুকে চিনতেন না পবন। দরমার ভাঙা দেওয়ালে টিভির সোনুর তাঁর ঘরে এসে পৌঁছননি আগে। কিন্তু লকডাউনে পবনের ঘরে পৌঁছেছিল সোনুর পাঠান টাকা। কিংবা ধরুন হায়দরাবাদের তরুণী সারদা। লকডাউনে আইটি’র কাজ হারিয়ে সব্জি বিক্রি শুরু করেছিলেন। তাঁকেও চাকরি দিয়েছিলেন সোনু। হাসিমুখে সারদা জানিয়েছিলেন, ‘সোনু দাদা আমায় বাঁচিয়েছে”।

যদিও সোনুকে নিয়ে বিতর্কও কম হয়নি। অনেকেই মন্তব্য করেছিলেন আসন্ন নির্বাচনে টিকিট পাওয়ার জন্যই তাঁর এই এগিয়ে এসে সাহায্য আদপে পাবলিসিটি স্টান্ট। যাকে নিয়ে এত হইচই। তিনি অবশ্য বরাবরই নির্বিকার। তাঁর কথায়, “আই অ্যাম নো মসিহা (ঈশ্বরের দূত)”। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু বলেছিলেন, “একটা ব্যাপার হয়েছে। আমি হঠাৎ করে হিরোর চরিত্রেও অভিনয় করার সুযোগ পাচ্ছি। চার-পাঁচটা মারাত্মক ভাল স্ক্রিপ্ট হাতে এসেছে। নতুন বছর। নতুন ভাবে শুরু হোক সব কিছু”। লকডাউন কেড়ে নিয়েছে অনেক। তবে তারই মাঝে জন্ম দিয়েছে এক নতুন হিরোর। যিনি সোনু সুদ।