রোড ট্রিপে নুসরত জাহান, সঙ্গে কে?

ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’তে এবার নুসরতের অভিনয় দেখবেন দর্শক।

রোড ট্রিপে নুসরত জাহান, সঙ্গে কে?
নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 12:24 PM

২০২০ অনেক মন খারাপ নিয়ে শেষ হয়েছে সকলের। অনেক কিছু হারিয়েছেন অনেকে। সে কারণেই ২০২১ অনেক আশা নিয়ে শুরু করতে চেয়েছেন সকলে। কেউ বা বন্ধু, আত্মীয়দের সঙ্গে সময় কাটিয়েছেন। কেউ বা বেড়াতে গিয়েছেন। এই তালিকায় রয়েছেন নুসরত জাহানও (Nusrat Jahan)। বছর শেষে রোড ট্রিপে গিয়েছেন তিনি।

গাড়ি নিয়ে প্রথমে দিল্লি গিয়েছিলেন নুসরত। এখন তিনি রাজস্থানে। সেখান থেকেই ফোনে বললেন, “অনেক দিন পরে ছুটি পেয়ে ভাল লাগছে। বোন এসেছে আমার সঙ্গে। আরও অনেকে রয়েছে। মজা করছি আমরা। জন্মদিনের আগে কলকাতায় ফিরব।”

View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

আগামী ৮ জানুয়ারি নুসরতের জন্মদিন। তার আগেই শহরে ফেরার কথা জানালেন অভিনেত্রী। তবে করোনা পরিস্থিতিতে আলাদা করে জন্মদিনের কোনও পরিকল্পনা করবেন কি না, তা এখনই খোলসা করতে চাইলেন না তিনি। তবে বেড়াতে যাওয়ার ছবি অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন, সুদীপ্তার বাড়ির ছাদে সুমনের ‘মাস্টার’ ক্লাস

বরাবরই নিজের শর্তে জীবন বাঁচেন নুসরত। সব ধর্মের প্রতি তাঁর সম্মান রয়েছে। অভিনেত্রী হিসেবে তাঁর নির্দিষ্ট কিছু কাজ করেছে। আবার সাংসদ হিসেবেও বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ান সব সময়। ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’তে এবার নুসরতের অভিনয় দেখবেন দর্শক। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করবেন তিনি।

আরও পড়ুন, কালিকাপ্রসাদের ৫০তম জন্মদিনে ঋতচেতার উপহার ‘কোমল ঋষভ’