করোনা আক্রান্তদের পাশে সৃজিত, মা-ছেলে মিলে শুরু করলেন ‘হোম ডেলিভারি’

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রথম থেকেই খুবই সক্রিয়ভাবে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়াল করোনা চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যে ভরে গিয়েছে।আরও একধাপ এগিয়ে তিনি করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই কাজে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন তাঁর মা।

করোনা আক্রান্তদের পাশে সৃজিত, মা-ছেলে মিলে শুরু করলেন ‘হোম ডেলিভারি’
সৃজিত মুখোপাধ্যায়
Follow Us:
| Updated on: May 01, 2021 | 1:58 PM

ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর হার ক্রমশই বাড়ছে। চারিদিকে শুরু হয়েছে হাহাকার। হাসপাতালে বেড নেই। কোথাও অক্সিজেন নেই। দেশজুড়ে চিতা জ্বলছে। এরই মধ্যে টলি-তারকাদের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজেদের সাধ্যমত করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রথম থেকেই খুবই সক্রিয়ভাবে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়াল করোনা চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যে ভরে গিয়েছে। কোথায় অক্সিজেন পাওয়া যাচ্ছে, কোথায় বেড খালি হচ্ছে, কার কাছে প্লাজমা পাওয়া যাবে, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য অনবরত তিনি তাঁর ওয়ালে শেয়ার করে চলেছেন। কোনও বিরাম নেই। এখানেই শেষ নয়। আরও একধাপ এগিয়ে তিনি করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই কাজে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন তাঁর মা। মা-ছেলে মিলে করোনা-আক্রান্তদের ‘হোম ডেলিভারি’ করছেন। এই তথ্য সৃজিত জানিয়ে যোগাযোগের নম্বরও শেয়ার করে দিয়েছেন।

সৃজিত জানিয়েছেন এই হোম ডেলিভারির সমস্ত খাবার হাসি মুখে রান্না করে দিচ্ছেন তাঁর মা। সকাল থেকে দুপুর অবধি বিরামহীনভাবে তিনি রান্না করে চলেছেন। আপাতত এই হোম ডেলিভারি পরিষেবা বারুইপুর অঞ্চল দিয়ে শুরু করেছেন। সৃজিত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “প্রচুর ফোন পাচ্ছি। তাঁদের আকুতি শুনলে মন ভেঙে যায়। কতজন ফোন করে বলেছে ‘বাড়িতে আমরা সবাই কোভিড পজিটিভ, তিনদিন ধরে কিছু খাইনি, একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন?’ আমার মা রান্না করে পাঠাচ্ছেন। এই ধরণের কাজে যুক্ত হতে পেরে সত্যি আমার গর্ব হচ্ছে।”

আরও পড়ুন:‘অপরাজিত’ করছেন অনীক দত্ত, ‘অপু’ হচ্ছেন আবির

সৃজিত মুখোপাধ্যায়ের পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এবং আরও অনেকেই যে যাঁর নিজের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।