জটিল রোগে আক্রান্ত সন্তান, বাঁচার জন্য খবরের কাগজ, ধুপকাঠিও বিক্রি করেছেন ‘তারক মেহতা কি…’ খ্যাত অভিনেতা

ছোট থেকে কষ্টকে সঙ্গী করে বড় হয়ে উঠেছেন অতুল। অভিনেতার পাশাপাশি তিনি পুরোহিত। অভিনয়ের সঙ্গে সঙ্গে চলেছে পৌরোহিত্য। কিন্তু জীবনের এমন একটা সময় গিয়েছে যখন পেটের দায়ে কখনও সংবাদপত্র, কখনও ধুপকাঠি আবার কখনও বা পাঁপড় বিক্রিও করতে হয়েছে তাঁকে।

জটিল রোগে আক্রান্ত সন্তান, বাঁচার জন্য খবরের কাগজ, ধুপকাঠিও বিক্রি করেছেন 'তারক মেহতা কি...' খ্যাত অভিনেতা
ছেলের সঙ্গে অতুল
Follow Us:
| Updated on: May 08, 2021 | 6:20 PM

জটিল রোগে আক্রান্ত সন্তান। অসুখের নাম AHDS (Allan-Herndon-Dudley syndrome)… বিশ্বে মাত্র ৪০০ জন এই রোগে আক্রান্ত। চিকিৎসা করাতে খরচ বিপুল। ওদিকে মুম্বইয়ে শুটিং বন্ধ রাখার নির্দেশিকা জারি হওয়ায় হাতে কাজও নেই তেমন। এক সাক্ষাৎকারে মুখ খুললেন মরাঠি এবং হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ অতুল ভিরকর।

ছোট থেকে কষ্টকে সঙ্গী করে বড় হয়ে উঠেছেন অতুল। অভিনেতার পাশাপাশি তিনি পুরোহিত। অভিনয়ের সঙ্গে সঙ্গে চলেছে পৌরোহিত্য। কিন্তু জীবনের এমন একটা সময় গিয়েছে যখন পেটের দায়ে কখনও সংবাদপত্র, কখনও ধুপকাঠি আবার কখনও বা পাঁপড় বিক্রিও করতে হয়েছে তাঁকে। জীবন যখন ক্রমশ আশার আলো দেখেছিল ঠিক সেই সময়েই তাঁর বছর খানেকের সন্তান আক্রান্ত হল কঠিন রোগে। অভিনেতা জানাচ্ছেন ভারতে এই অসুখের চিকিৎসার কোনও ব্যবস্থা নেই। একমাত্র নেদারল্যান্ডসেই তা সম্ভব। রয়েছে বিস্তর খরচ। এই অসুখে আক্রান্ত নিজে থেকে কোনও কাজ করতে পারে না। এমনকি উঠে দাঁড়ানোর ক্ষমতা টুকুও থাকে না তাঁর।

আরও পড়ুন- সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন, শেষরক্ষা হল না… ভারতীর মৃত্যুতে ভেঙে পড়লেন সোনু

অতুলের অর্থের প্রয়োজন, কিন্তু কোভিড পরিস্থিতিতে সন্তানের সুরক্ষার জন্য তাঁকে বাইরে কাজ করতে বারণ করছেন চিকিৎসকেরা। অতুল জানান ইতিমধ্যেই ইণ্ডাস্ট্রির অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তা যথেষ্ট নয়। তবু হার মানতে রাজি নন অভিনেতা। ছেলেকে সুস্থ করে তোলার সংকল্পে অটুট ‘তারক মেহতা কি উল্টা চশমা’ খ্যাত অতুল ভিরকর।