‘না না না’— তৈমুরের চিৎকার ধর্মশালার রাস্তায়: দেখুন ভিডিও
বাবার হাত ধরে হাঁটছিল ছোট্ট Taimur ali khan। পিছনে হাঁটছিলেন মা করিনা। আর পাশে অর্জুন কাপুর ও মালাইকা।
Tv9 বাংলা ডিজিটাল: বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে Taimur ali khan –এর তুমুল চিৎকার ‘নো নো নো’!
কেন?
পরিচালক পবন কৃপালিনীর ছবির (Bhoot police) ‘ভূত পুলিশ’-এর শুটিং চলছিল ধর্মশালায়। তাই গোটা পরিবার একসঙ্গে হয়েছিল পাহাড়ে। বাবা (Saif Ali Khan)-এর হাত ধরে হাঁটছিল ছোট্ট তৈমুর। পিছনে হাঁটছিলেন মা (kareena Kapoor)। আর পাশে Arjun Kapoor ও Malaika Arora Khan। হঠাৎ ক্যামেরা দেখেই তৈমুরের চিৎকার।
দেখুন সেই ভিডিও
View this post on Instagram
এর আগে বহুবার তৈমুর কাউকে নিজের ছবি তুলতে দেখলেই রেগে যেত। এক সময়ে বাবা সইফও পাপারাৎজিদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, উনি বুঝে উঠতে পারেন না কেন মানুষ তৈমুরের জীবন নিয়ে অতি উৎসাহী।
আরও পড়ুূন: সইফের ছবির ফার্স্ট লুক পোস্ট করলেন করিনা
তিনি এও বলেন ‘তৈমুরের প্রতি মিডিয়ার এত আগ্রহ আমাকে সত্যিই আর বিব্রত করে না। তবে এটি না হলে বোধ হয় ভাল হত। আমি জানি মিডিয়ার কিছু পছন্দ হলে তবেই সেটা মানুষের পছন্দ হয়। আমি ব্যক্তিগতভাবে অন্যের বাচ্চার জীবনের এতটাও আগ্রহ দেখাব না। তৈমুর মানুষকে হাসাচ্ছে এটাও যেমন সত্যি তেমনই এটাও সত্যি এক বাচ্চার জীবনের প্রতি আমরা একটু বেশিই আগ্রহ দেখাচ্ছি।’ সম্প্রতি দিওয়ালির শুভেচ্ছাবার্তা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন করিনা। তাতে রয়েছেন করিনা- সইফ এবং ছোট্ট তৈমুর।
দেখুন সেই ভিডিও
View this post on Instagram
সইফ আর করিনা বিয়ে করেন ১৬ অক্টোবর ২০১২। তাঁদের প্রথম সন্তান তৈমুরের জন্ম ২০ ডিসেম্বর ২০১৬। অগাস্ট মাসে সইফ-করিনা ঘোষণা যে করিনা দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।