Tollywood Couple Goals: ‘তুমি আমার শক্তির স্তম্ভ’, জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন ভরত
Bharat-Jayashree: কাশ্মীরি পণ্ডিত ভরত কলের ঘরণী জয়শ্রী। তাঁকে নিয়ে আবেগঘন অভিনেতা লিখলেন...
আজ অভিনেতা ভরত কলের স্ত্রী অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ের জন্মদিন। স্ত্রীর জন্মদিনে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিলেন ভরত। একাধিক ছবি পোস্টের মাধ্যমে একাধিক কথা লিখেছেন ভারত। তিনি লিখেছেন, “জয়শ্রী তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভাল থাকো। খুশি থাকো। তুমি আমার শক্তির স্তম্ভ। তুমি একজন দারুণ স্ত্রী। একজন অসাধারণ মা। ২০১৪ সালের পর থেকে তোমার সঙ্গে দারুণ একটা জার্নি করলাম। আজ এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক ভালোবাসা।”
জয়শ্রীর সঙ্গে বৈবাহিক জীবনে থাকাকালীনই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ভরত কল। সেই সময় স্বামীকে আগলে রেখেছিলেন জয়শ্রী। তাঁকে মানসিক শক্তি দিয়েছেন সারাক্ষণই। তাঁদের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। এই কন্যা সন্তানকে ঘিরেই তাঁদের জীবন। স্বামী-স্ত্রী-সন্তানের সুখের সংসারে জয়শ্রী যেন ধ্রুবতারার মতো উজ্জ্বল। সেটি সবসময় এক বাক্যে স্বীকার করেন ভারত।
ভারতের মতো জয়শ্রীও অভিনেতা। একাধিক বাংলা সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তবে ভরতের সঙ্গে জয়শ্রীর বয়সের ব্যবধান বেশ অনেকগুলো বছরের। তিনিই যে ভারতের প্রথম ভালবাসা, তেমনটাও নয়। জয়শ্রীকে বিয়ে করার আগেও অন্য এক অভিনেত্রীকে বিয়ে করেছিলেন ভারত। সেই অভিনেত্রীর নাম অনুশ্রী। তবে প্রাক্তন স্ত্রীর সঙ্গে কোনও তিক্ততাই নেই ভারতের। তিক্ততা নেই তাঁর বর্তমান স্ত্রী জয়শ্রীরও। এক সঙ্গে অভিনয় করেছেন জয়শ্রী-অনুশ্রী। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘খড়কুটো’ ধারাবাহিকে দু’জনকে দু’জায়ের চরিত্রে দেখেছিল দর্শক। লীনারই ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জয়শ্রী সঙ্গে প্রাক্তন প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ভরত।