Rakhi Sawant: মায়ের মাথার ক্যানসার ছড়িয়েছে ফুসফুসে, রাখী কিছুই জানতেন না!
Rakhi Sawant: গুরুতর অসুস্থ রাখী সাওয়ান্তের মা জয়া সাওয়ান্ত। এই মুহূর্তে টাটা মেডিক্যাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
গুরুতর অসুস্থ রাখী সাওয়ান্তের মা জয়া সাওয়ান্ত। এই মুহূর্তে টাটা মেডিক্যাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। মাথায় ব্রেন টিউমর ক্যানসারে রূপ নিয়েছে। তা ছড়িয়ে গিয়েছে ফুসফুসেও। অথচ রাখী কিছু জানতেনই না, এক ভিডিয়ো করে এমনটাই জানিয়েছেন তিনি। ভিডিয়োর পোস্টে রাখী লিখেছেন, “মা হাসপাতালে ভর্তি। একদম ভাল নেই তিনি।” তিনি যোগ করেন, “বিগবস মরাঠি সিজনে ছিলাম আমি। আমার মা ভাল নেই। এই মাত্র জানতে পেরেছি। ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি।” হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, রাখীর মায়ের ডান দিকে পক্ষাঘাতগ্রস্ত। ক্যানসার ছড়িয়ে গিয়েছে ফুসফুসেও। এখনই অস্ত্রোপচার করা সম্ভব নয়। তাঁর মায়ের আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন– এই প্রার্থনাই সকলের।
বিগত কিছু মাস ধরেই নতুন প্রেমিক আদিল খানের কারণে খবরে রয়েছেন। জিম থেকে বিমানবন্দর পর্যন্ত, এই দম্পতিকে বেশিরভাগই প্রতিদিন পাপারাৎজ়িদের ক্যামেরায় বন্দি হতে দেখা যায় এবং এমনকি সোশ্যাল মিডিয়াতে রাখি আদিলের সঙ্গে প্রচুর ভিডিয়ো এবং ছবি শেয়ার করেন। রাখির ভক্তরা তাঁর রঙ্গভঙ্গ পছন্দ করেন, আবার অনেক লোক তাঁকে বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও করেন। অনেকের মতে প্রচারের আলোতে থাকার জন্যই আদিলের সঙ্গে সম্পর্কের ‘নাটক’ করছেন রাখী। যদিও রাখী বরাবরই দাবি করেছেন মন থেকেই তিনি ভালবাসেন আদিলকে। আগামী দিনে বিয়ে করার চিন্তাও রয়েছে তাঁদের। মায়ের বিপদেও আদিলকে পাশে পেয়েছেন রাখী।
View this post on Instagram