Anurager Chowa: ছদ্মবেশে দীপা; ‘অনুরাগের ছোঁয়া’-এ নয়া মোড়া, ‘ফুল মা’কে কি চিনতে পারবে সূর্য?

Bengali Serial: দীপার ভোল বদল হয়েছে ধারাবাহিকে। দীপা, অর্থাৎ গল্পের নায়িকা এবং নায়ক সূর্য সেনগুপ্তর স্ত্রী।

Anurager Chowa: ছদ্মবেশে দীপা; 'অনুরাগের ছোঁয়া'-এ নয়া মোড়া, 'ফুল মা'কে কি চিনতে পারবে সূর্য?
অনুরাগের ছোঁয়া...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 5:54 PM

গত সপ্তাহের টিআরপি তালিকায় এক নম্বর স্থান দখল করে নিয়েছিল বাংলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। দুটি বাচ্চা মেয়ে সোনা এবং রূপার রসায়ন দর্শককে মুগ্ধ করে রেখেছে। এখনও পর্যন্ত সেই রেশ রয়েছে দর্শক মনে। তারই মাঝে দীপার ভোল বদল হয়েছে ধারাবাহিকে। দীপা, অর্থাৎ গল্পের নায়িকা এবং নায়ক সূর্য সেনগুপ্তর স্ত্রী।

সোনা-রূপা যে সূর্য-দীপারই সন্তান তা দর্শক জানে। কিন্তু পুরো সত্যিটা জানে না সূর্য-দীপা নিজে। দীপা জানে না সন্তান জন্ম দেওয়ার সময় সে দুটি কন্যার জন্ম দিয়েছিল। আর সূর্য জানে না সোনা তার এবং দীপার সন্তান। দীপা জানে সোনা সূর্য এবং মিশকার সন্তান। সেনগুপ্ত পরিবারে দীপা পরিচয় বদল করে ‘ফুল মা’-এর ছদ্মবেশে প্রবেশ করে। তার হাতের রান্না খেয়ে সন্দেহ জেগেছে সূর্যর মনে। ফুল মায়ের রান্না স্বাদ যে অবিকল দীপার রান্নার মতই।

এসভিএফ প্রযোজিত এই ধারাবাহিক ২০০ এপিসোড অতিক্রান্ত করেছে অনেকদিন আগেই। ধারাবাহিকের প্রত্যেক পলকে রয়েছে চমক। রয়েছে টানটান উত্তেজনা। সেই কারণেই দর্শকের মনে আলাদা উত্তেজনা সৃষ্টি করেছে ‘অনুরাগের ছোঁয়া’।

এখনও পর্যন্ত খলনায়িকা মিশকা দুষ্টুমি চালিয়ে যাচ্ছে ধারাবাহিকে। এখনও পর্যন্ত সূর্য তাকে ভেবে চলেছে খুব বিশ্বস্ত বন্ধু।