Bengali Serial: নতুন ধারাবাহিকে ফিরছেন ‘বীণাপাণি’, নায়ক কে জানেন?

Bengali Serial: ধারাবাহিকটি নাম 'ফাগুনের মোহনা'। ধারাবাহিকে অ্যানের নাম রুমঝুম।

Bengali Serial: নতুন ধারাবাহিকে ফিরছেন 'বীণাপাণি', নায়ক কে জানেন?
নতুন ধারাবাহিকে ফিরছেন 'বীণাপাণি', নায়ক কে জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2023 | 1:38 PM

‘গ্রামের রানি বীণাপাণি’ ধারাবাহিকটির কথা মনে আছে? গত বছরে শেষ হয়েছিল ধারাবাহিকটি। নাম ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী অ্যান মেরি টমকে। বছরের শুরুতে দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী যে আবারও কাজে ফিরবেন সে খবর আগেই জানা গিয়েছিল। বিপরীতে নায়ক কে? এই প্রশ্নই জাগছিল ভক্তদের মনে। অবশেষে জানা গেল নায়কের পরিচয়। নাম সিদ্ধার্থ সেন। টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি একেবারেই নতুন। যদিও এর আগে মুম্বইয়ে ছোটখাটো বেশ কিছু কাজ করেছেন তিনি। অন্যদিকে অ্যানের ‘গ্রামের রানি বীণাপাণি’ শেষের দিকে দর্শক একঘেয়ে তকমা দিলেও প্রথম দিকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।

ধারাবাহিকটি নাম ‘ফাগুনের মোহনা’। ধারাবাহিকে অ্যানের নাম রুমঝুম। অন্যদিকে আয়ুষের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। এক গসাধাসিধে গ্রামের মেয়ে রুমঝুম, অন্যদিকে আয়ুষ এক সুপারস্টার অভিনেতা। সাফল্যের সঙ্গে সঙ্গে দম্ভও যার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। দুজনের পৃথিবীও আলাদা। আয়ুষকে দারুণ পছন্দ করে রুমঝুম। কিন্তু রুমঝুমের অস্তিত্ব সম্পর্কেই অবগত নন আয়ুষ। তাঁর কাছে রুমঝুম কেবলই ভিড়ের মধ্যে থাকা এক মুখ্য ব্যতীত কিছুই নয়। আয়ুষের জন্য গ্রাম ছাড়ে সে। বড় শহরে সে কীভাবে দেখা পাবে আয়ুষের? ভাগ্য তাঁদের জন্য লিখে রেখেছে কোন গল্প? এই নিয়ে প্লট এগবে ধারাবাহিকের। দেখা যাবে সান বাংলাতে।

‘গ্রামের রানি বীণাপাণি’তে অ্যানের বিপরীতে দেখা গিয়েছিল হানি বাফনাকে। নতুন বছরে তাঁকে দেখা গিয়েছে নতুন ধারাবাহিকে। এবার অ্যানও শুরু করতে নতুন ধারাবাহিক। ধারাবাহিক অ্যান ছাড়াও দেখা যাবে কৌশিক বন্দ্যোপাধ্যায়, কল্যাণী মন্ডল, সঞ্জীব সরকার, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, অনামিকা চক্রবর্তীসহ অন্যান্যকে।

অ্যান ও সিদ্ধার্থ।