Chaiti Ghosal: ‘খারাপ সময় তব্বুই আমার খেয়াল রেখেছে’, গোয়ায় সইয়ের সঙ্গে মিলন চৈতির
Tabu: TV9 বাংলাকে চৈতি জানিয়েছেন, গোয়ায় কাজ শেষ করে তব্বুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। গোয়ার সমুদ্র সৈকতে অবস্থিত তাজ ভিলেজ রিসোর্টে তাঁদের দু'জনের থাকার ব্যবস্থা করেছিলেন তব্বু।
একটি সর্বভারতীয় পেশাদার কাজের জন্য গোয়ায় গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী চৈতি ঘোষাল। সেখানে তাঁর একদিনের গুরুত্বপূর্ণ কাজ ছিল। একই সময় গোয়ায় ‘দৃশ্যম ২’-এর ট্রেলার লঞ্চে গিয়েছিলেন তব্বুও। অনেকেই হয়তো জানেন, কিংবা জানেন না, তব্বুর সঙ্গে চৈতির বন্ধুত্ব বহু পুরনো। ‘আবার অরণ্যে’ ছবির শুটিং থেকে আলাপ। আর সেই আলাপ থেকে দুই বান্ধবীর পথ চলা শুরু। কথায় আছে, ইন্ডাস্ট্রিতে বন্ধু বলতে কিছু হয় না। কিন্তু বছরের পর-বছর পার করে চৈতি-তব্বু আজও সই।
তাই সই আসবে বলে সব ব্যবস্থা করে রেখেছিলেন তব্বু নিজে। TV9 বাংলাকে চৈতি জানিয়েছেন, গোয়ায় কাজ শেষ করে তব্বুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। গোয়ার সমুদ্র সৈকতে অবস্থিত তাজ ভিলেজ রিসোর্টে তাঁদের দু’জনের থাকার ব্যবস্থা করেছিলেন তব্বু।
চৈতি বলেছেন, “তব্বুর সঙ্গে অনেকদিন পর দারুণ সময় কাটিয়েছি আমি। সেই সুসময়ের কিছু সুন্দর ছবি আমি শেয়ার করেছি সোশ্যাল মিডিয়ায়। আমাদের অনেকদিনের বন্ধুত্ব। ও আমার পরিবার হয়ে উঠেছে। আমার খুবই কাছের তব্বু। আমার পরিবারে অনেককিছু ঘটে গিয়েছে গত কয়েক বছর ধরে। মাকে হারানো, পার্থর (বোন মিতালীর স্বামী) চলে যাওয়া। তব্বু আমার খুব খেয়াল রেখেছে। ওর কাজের ব্যস্ততার মধ্যেও নিয়মিত আমার খোঁজ নিত তব্বু।”
চৈতির পুত্র অমর্ত্য রায় অজয় দেবগণের সঙ্গে ‘ময়দান’ ছবিতে অভিনয় করছেন। তব্বুর সঙ্গে ‘দৃশ্যম’ ছবিতে আছেন অজয়ও। সেখানেও একটি যোগসূত্র রয়েছে। সেতুর নাম অজয় দেবগণ। চৈতি বলেছেন, “আমার সর্বকালের প্রিয় অভিনেতা অজয় এবং তব্বু ‘দৃশ্যম’-এ অভিনয় করেছেন। এবং আমি খুবই গর্বিত যে, সেই অজয় দেবগণের সঙ্গেই আমার পুত্র অমর্ত্য অভিনয় করছে ‘ময়দান’-এ।”