Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৯-এ দিতিপ্রিয়া, জন্মদিনে ‘স্পেশ্যাল’ মেনু ডালসেদ্ধ-ভাত!

টিভিনাইন বাংলাকে জানালেন, কেক একটা কেটেছেন ঠিকই, কিন্তু সেলিব্রেশন বলতে যা বোঝায় তা এখনও পেন্ডিং। সকালেই ছিল কলটাইম। তাই আপাতত 'পার্টি'র ইচ্ছেকে চেপে রেখেই চলে আসতে হয়েছে সেটে।

১৯-এ দিতিপ্রিয়া, জন্মদিনে 'স্পেশ্যাল' মেনু ডালসেদ্ধ-ভাত!
দিতিপ্রিয়া রায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 3:32 PM

দেখতে দেখতে ১৯-এ পড়লেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। না, আর তিনি রানি মা নন। এ বার তানসেনের তানপুরায় সুর বাঁধছেন তিনি। সকাল থেকেই তাই পৌঁছে গিয়েছেন শুটিং স্পটে। জোরকদমে চলছে তাঁর প্রথম ওয়েবসিরিজের শুটিং।

আর সেলিব্রেশন? কেক-টেক। টিভিনাইন বাংলাকে জানালেন, কেক একটা কেটেছেন ঠিকই, কিন্তু সেলিব্রেশন বলতে যা বোঝায় তা এখনও পেন্ডিং। সকালেই ছিল কলটাইম। তাই আপাতত ‘পার্টি’র ইচ্ছেকে চেপে রেখেই চলে আসতে হয়েছে সেটে। তবে সেটে ঢুকতেই মিলেছে সারপ্রাইজ। মেকআপ আর্টিস্টরা প্রিয় অভিনেত্রীর জন্য নিয়ে এসেছে কেক। কাটাও হয়ে গিয়েছে তাঁর। বললেন, “এখানে সকাল থেকেই হচ্ছে সেলিব্রেশন। ৪টে তে শুট শেষ। তারপর আবার রিহার্সাল রয়েছে।” বাড়ি ঢুকতে রাত গড়াবে তাঁর।

ফোনে কথা হতে হতেই লাঞ্চের জন্য ডাক পড়ল দিতিপ্রিয়ার। ফোনের ওপার থেকেই শোনা গেল মেনুতে নাকি ডালসেদ্ধ! জন্মদিনে এ হেন মেনু, দিতিপ্রিয়ারও কিছুটা মন খারাপ। তবে বুধবার তাঁর ছুটি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তাঁর জন্মদিন আগামীকালই। সে দিনই বাড়িতে আয়োজন করেছেন হাউজ পার্টির। দেখা যাবে চেনামুখদের। সেলিব্রেশন তাই আপাতত ডিউ।

কাজ, জন্মদিন তো রয়েছেই, বছর ১৯-এর অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও জোর চর্চা। বিশ্বাবসুর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন তো সেই কবে থেকেই। বিশ্বাবসুর সঙ্গে চলতে থাকা এই লাগাতার গসিপের সূত্রপাত যখন, তখনই প্রথম বার টিভিনাইন বাংলার কাছেই এ নিয়ে মুখ খুলেছিলেন দিতিপ্রিয়া।

বলেছিলেন, “বিশ্বদা আমার দাদার মতো। রাসমণীর সেটে দু’জন রয়েছে, যারা আমাকে সবসময় গাইড করে। আগলে রাখে। গোগো (গৌরব চট্টোপাধ্যায়) এবং বিশ্ববাংলা (বিশ্বাবসু বিশ্বাস) । ওদের কাছে সবকিছুই শেয়ার করা যায়। বিশ্বদা তো আমার দাদা, আমার খুব কাছের একজন দাদা। ” বুধবারের জন্মদিনে কি দেখা যাবে তাঁকেও? ক্রমশ প্রকাশ্য…

আরও পড়ুন- ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার, মাত্র ৩৫ বছরেই প্রয়াত অভিনেত্রী