Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘… আমায় নীরবে শেষ করার পরিকল্পনা করছিল’, খোলাচিঠি লিখলেন গৌরব

হাসপাতাল থেকে নার্স ও ডাক্তারদের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি। তাঁর এই নতুন জীবনে প্রবেশের কারণে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগী। বেশ কয়েকদিন আগেই হাতে একটি টিউমর ধরা পড়ে অভিনেতার।

'... আমায় নীরবে শেষ করার পরিকল্পনা করছিল', খোলাচিঠি লিখলেন গৌরব
গৌরব
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 8:14 PM

একটা টিউমর। ঠিক সময়ে ধরা না পড়লে হয়তো হতে পারত ভয়ানক কিছু। ঠিক সময়ে ধরা পড়েছে। হয়েছে অস্ত্রোপচারও। কেটেছে ঝুঁকি। ভাল আছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। খানিক সুস্থ হয়ে তাই হাসপাতাল থেকেই খোলাচিঠি লিখলেন তিনি। ডাক্তারদের প্রতি প্রকাশ করলেন একরাশ কৃতজ্ঞতা।

যে ডাক্তার তাঁকে সুস্থ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছেন সেই কৌশিক নন্দীকে ধন্যবাদ জানিয়ে গৌরব লিখছেন, “গত দু’বছর ধরে অদ্ভুত এক টিউমর লুকিয়ে ছিল যে আস্তে আস্তে আমায় নীরবে শেষ করার পরিকল্পনা করছিল। আপনি এবং আপনার টিম সবাই মিলে রুখে দাঁড়িয়ে সতি কারের হিরোদের মতো ঝুঁকি পূর্ণ সময় থেকে ভাল সময়ে ফিরিয়ে দিলেন আমায়।” এখানেই শেষ নয়, গৌরব আরও লেখেন, “জানি আমার মতো লক্ষ কোটি মানুষদের এই ভাবেই জীবন দান করেন রোজ। আমি বরাবরই মারভেল আর ডিসি কমিকের ফ্যান। কিন্তু বাস্তবে ডাক্তার ইউনিভার্সকেই বিশ্বাস করি আমার জন্মলগ্ন থেকে। গৌরব জানান ডাক্তারদের প্রতি তাঁর এই অগাধ ভরসার জন্য দায়ী তাঁর বাবা-মা। আপাতত খানিক বিশ্রাম। গৌরব কথা দিয়েছেন কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও রিল দুনিয়ায় ফিরবেন তিনি। এই কঠিন সময় যেভাবে সবাই পাশে ছিলেন তাঁদেরও মঙ্গলকামনা অভিনেতাদের।

হাসপাতাল থেকে নার্স ও ডাক্তারদের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি। তাঁর এই নতুন জীবনে প্রবেশের কারণে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগী। বেশ কয়েকদিন আগেই হাতে একটি টিউমর ধরা পড়ে অভিনেতার। চোখেও সংক্রমণ ধরা পড়ে তাঁর। চোখ এতটাই ফুলে গিয়েছিল যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সে সময় বায়োপ্সি হয়েছিল হাতের ওই টিউমরেরও। যদিও রিপোর্টে খারাপ কিছু আসেনি। চোখ সারতেই শুটিং ফ্লোরে ফিরেছিলেন গৌরব। চলছিল তাঁর মেগা ওগো নিরুপমা। সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিকটি। তাই আর দেরি না করে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি সেরে নিলেন অভিনেতা। ধন্যবাদ জানালেন চিকিৎসকদেরও।

প্রসঙ্গত, কিছুদিন আগে TV9 বাংলাকে গৌরব নিজেই জানিয়েছিলেন অস্ত্রোপচারের কথা। বলেছিলেন, “চোখের সমস্যা মিটলেও হাতের টিউমার এখনও পুরোপুরি নির্মূল হয়নি। বায়োপ্সি রিপোর্টে যদিও চিন্তার কিছু নেই। তবে সার্জারি করতে হবে।” তিনি আরও জানিয়েছিলেন অস্ত্রোপচারের পর তিন মাস ভারি কিছু তোলা যাবে না। তবে ১৫ দিন পর থেকে আবার শুটিংয়ে ফিরতে পারবেন তিনি। তিনি যে শুটে ফিরবেন সে আভাস এ দিনের পোস্টেই দিয়ে রেখেছেন অভিনেতা। তবে ১৫ দিন নয়, বরং ১ মাস সময় চেয়ে নিয়েছেন তিনি। বড় পর্দাতেও পা রেখেছেন তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি কাজও। গৌরবের বার্তা, “নতুন ভাবে দেখা হচ্ছে… ততদিন শুধু কবিতা আর পুরনো কয়েকটা ছবি দিয়ে অন থাকব। ভাল থেকো সবাই।”

আরও পড়ুন– হাসপাতালে ভর্তি হলেন গৌরব, হবে ৬ ঘণ্টার অস্ত্রোপচার