হাসপাতালে ভর্তি হলেন গৌরব, হবে ৬ঘণ্টার অস্ত্রোপচার
ছবির শুটিং শেষ করার পরই হাসপাতালে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছিলেন গৌরব। সেই কথা মতোই আজ হাসপাতালে অ্যাডমিশন নিয়েছেন নায়ক।
হাতে বোন টিউমরের জন্য গৌরবের অসুস্থতার কথা কারোরই অজানা নয়। অভিনেতার অসুস্থতার কথা প্রথম TV9 বাংলাই পাঠকদের জানায় । শুধু হাতে টিউমর নয় চোখের একটি ইনফেকশনের জন্যও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। আজ অর্থাৎ রবিবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। আগামীকাল বোন টিউমারটির অপারেশন হবে। প্রায় ছয় ঘণ্টার অপারেশন।
সেই সময় ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন গৌরব। তাই একটু ঠিক হতেই তড়িঘড়ি ফিরেছিলেন শুটিং ফ্লোরে। অগস্টের প্রথমে হাসপাতালে ভর্তির কথা থাকলেও ডেট পিছিয়ে। ইতিমধ্যেই পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘একান্নবর্তী’র শুটিং করছিলেন অভিনেতা। সূত্রের খবর অনুযায়ী ছবির শুটিং শেষ করার পরই হাসপাতালে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছিলেন গৌরব। সেই কথা মতোই আজ হাসপাতালে অ্যাডমিশন নিয়েছেন নায়ক।
প্রসঙ্গত, কিছুদিন আগে TV9 বাংলাকে গৌরব নিজেই জানিয়েছিলেন, “চোখের সমস্যা মিটলেও হাতের টিউমার এখনও পুরোপুরি নির্মূল হয়নি। বায়োপ্সি রিপোর্টে যদিও চিন্তার কিছু নেই। তবে সার্জারি করতে হবে। আগামী মাসের পয়লা তারিখ অর্থাৎ ১ আগস্টেই টিউমার অপারেশন করাবেন অভিনেতা। তারপর তিনমাস ভারি কিছু তোলা যাবে না। তবে ১৫ দিন পর থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন ”
আগেরবার নিজের জন্মদিনটাও দুর্ভাগ্যবশত হাসপাতালেই কাটাতে হয়েছিল গৌরবকে। হাসপাতালেই কেটেছিলেন কেক। যদিও এই বছর নিজের জন্মদিন ধুমধাম করে পালন করার কোনও পরিকল্পনাই ছিল না অভিনেতার। চেয়েছিলেন যতটা কম সেলিব্রেট করা যায়। সূত্রের খবর অনুযায়ী গৌরবের অসুস্থতার খবর পেয়ে তাঁর বিশেষ বন্ধু শ্রীমাও ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। বারবার অভিনেতার সঙ্গে যোগাযোগও করার চেষ্টা করেন শ্রীমা। কিন্তু গৌরবের থেকে কোনও উত্তর মেলেনি।
অন্যদিকে হাসপাতাল থেকে সোজা শুটিং ফ্লোরে ফিরেছিলেন অভিনেতা। কাজ থেকে বেশিদিন দূরে থাকা তার পক্ষে সম্ভব নয়, সেকথা স্পষ্ট জানিয়েছিলেন গৌরব। তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জিতের সঙ্গে গৌরবের এক পোস্ট উস্কে দিয়েছিল আরও এক জল্পনা। সুপারস্টার জিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে গৌরব লেখেন, “নতুন কিছু আসছে, ধন্যবাদ জিতদা।” তবে কি জিতের সঙ্গে নতুন ছবিতে দেখা যাবে অভিনেতাকে? এই প্রশ্ন করলে তিনি জানান, “না না , তেমন কিছুই নয়। জিতদার সঙ্গে বহু দিনের সম্পর্ক আমার। ওঁনার প্রোডাকশনের প্রথম ধারাবাহিকে আমি নায়ক ছিলাম। তবে এখন সিনেমা নিয়ে কোনও কথা হয়নি। অন্যকিছু আসতে পারে। তবে তা সিনেমা নয়।”
যদিও সূত্রের খবর বলছে অন্যকিছু। শোনা যাচ্ছে ইতিমধ্যেই জিতের প্রোডাকশনের একটি শর্ট ফিল্মের কাজও সেরে ফেলেছেন অভিনেতা। আপাতত শুধুই সুস্থ হয়ে ওঠার দেরি। গৌরব ভক্তদের জন্য অপেক্ষা করে আছে নতুন নতুন চমক।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গৌরব রায়চৌধুরী