Bengali Serial TRP: শুরুর সপ্তাহেই চমকে দিল ‘পঞ্চমী’, কপাল পুড়ল ‘সোহাগজল’-এর?

Bengali Serial TRP: কিছু দিন আগেই শুরু হয়েছে শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনার ধারবাহিক 'সোহাগ জল'। তবে প্রথম দুই সপ্তাহে ওই ধারাবাহিকে পারফরম্যান্স মাঝারি।

Bengali Serial TRP: শুরুর সপ্তাহেই চমকে দিল 'পঞ্চমী', কপাল পুড়ল 'সোহাগজল'-এর?
কপাল পুড়ল 'সোহাগজল'-এর?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 2:20 PM

বছর শেষে শুরু হয়েছে একগুচ্ছ ধারাবাহিক (Bengali Serial TRP)। প্রিয় ধারাবাহিকগুলি বন্ধ হওয়ার মাঝেই নতুন ধারাবাহিকগুলির মধ্যেও শুরু হয়েছে জোর রেষারেষি। সদ্য শুরু হয়েছে রাজদীপ গুপ্ত ও সুস্মিতা দে’র ধারাবাহিক ‘পঞ্চমী’। প্রথম সপ্তাহে এই ধারাবাহিক কি পারল বিগত বেশ কিছু সপ্তাহের টপার ‘জগদ্ধাত্রী’কে টেক্কা দিতে? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা। না, ‘পঞ্চমী’ দুর্দান্ত ফল করলেও টেক্কা দিতে পারেনি ‘জগদ্ধাত্রী’কে। এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’র নম্বর ৮.৬। গত সপ্তাহের তুলনায় নম্বর কমলেও জায়গা হার‍ায়নি জ্যাসের কেরামতি। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৮। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে সুস্মিতা-রাজদীপের হাইবাজেট ধারাবাহিক ‘পঞ্চমী’। ওই ধারাবাহিক প্রথম সপ্তাহেই পেয়েছে ৮.৪। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এই মুহূর্তে জমে উঠেছে ওই ধারাবাহিকের প্লট। দর্শকেরও যে মনে ধরেছে সে প্রমাণ মিলেছে টিআরপি চার্টেও। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.০। গত সপ্তাহের থেকে নম্বর বেড়েছে বেশ খানিকটা। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.৬।

বিগত বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম স্থান হারিয়েছে ‘গৌরী এলো’। গত সপ্তাহে ওই ধারাবাহিক ছিল চতুর্থ স্থানে। এই সপ্তাহেও ওই একই স্থান ধরে রেখেছে ধারাবাহিকটি। পেয়েছে ৭.৮। পাশাপাশি ‘খেলনা বাড়ি’ ও ‘নিম ফুলের মধু’ রয়েছে পঞ্চম স্থানে। ওই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৭। প্রসঙ্গত, গত সপ্তাহে দুর্দান্ত ফল করে ‘খেলনা বাড়ি’ পৌঁছে গিয়েছিল দ্বিতীয় স্থানে। গত সপ্তাহেই শেষ সম্প্রচার হয়েছে মানালি দে ও ইন্দ্রাশিষ রায় অভিনীত ধারাবাহিক ‘ধুলোকণা’। কিন্তু শেষ হওয়ার আগেও ছাপ রেখে গিয়েছে ওই ধারাবাহিকটি। পেয়েছে ৭.১। অন্যদিকে ওই একই নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে গাঁটছড়া। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ‘আলতা ফড়িং’। পেয়েছে ৭.০। এর পরেই রয়েছে ‘এক্কা দোক্কা’ পেয়েছে ৬.৫। গত সপ্তাহে ভাল ফল করেছিল ‘মিঠাই’। তবে এই সপ্তাহে সে রয়েছে নবম স্থানে। পেয়েছে ৬.৪। অন্যদিকে দশম স্থানে রয়েছে ‘সাহেবের চিঠি’। প্রাপ্ত নম্বর ৬.৩।

কিছু দিন আগেই শুরু হয়েছে শ্বেতা ভট্টাচার্য ও হানি বাফনার ধারবাহিক ‘সোহাগ জল’। তবে প্রথম দুই সপ্তাহে ওই ধারাবাহিকে পারফরম্যান্স মাঝারি। প্রাপ্ত নম্বর ৫.২। ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?

দেখে নিন এক ঝলকে

জগদ্ধাত্রী ৮.৬ পঞ্চমী ৮.৪ অনুরাগের ছোঁয়া ৮.০ গৌরী এল ৭.৮ খেলনা বাড়ি ও নিম ফুলের মধু ৭.৭