Bengali TRP List: প্রথম হলেও পয়েন্ট কমেছে ‘জগদ্ধাত্রী’র; ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কোন সিরিয়াল?

Bengali Serials: সিরিয়ালের টিআরপি টক্কর থাকবেই। তবে একথাও সত্যি, কিছু সিরিয়াল টিআরপিতে সে রকম জায়গা না পেলেও দর্শকের চর্চায় স্থান পায়।

Bengali TRP List: প্রথম হলেও পয়েন্ট কমেছে 'জগদ্ধাত্রী'র; ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কোন সিরিয়াল?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 2:41 PM

প্রকাশ্যে এ সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট। কিছু সিরিয়াল বজায় রেখেছে তার পুরনো গৌরব, কেউ হারিয়েছে জায়গা। যেমন ‘জগদ্ধাত্রী’। বিগত কয়েক সপ্তাহ ধরে এক নম্বর জায়গা দখল করে রেখেছে এই সিরিয়াল। জ্যাজ়ের লড়াইয়ে এখনও পর্যন্ত মজে আছে দর্শকের মন। তবে এ কথাও সত্যি যে, গত সপ্তাহের তুলনায় খানিক হলেও পয়েন্ট হারিয়েছে। ৯.২ থেকে পয়েন্ট কমে হয়েছে ৮.৯।

অন্যদিকে সোনা আর রূপা, সূর্য সেনগুপ্ত এবং দীপার দুই কন্য়ার মিষ্টি অভিনয় মন জয় করছে দর্শকের। ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ রয়েছে দ্বিতীয় স্থানে। ৮.৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৮.৪। অন্যদিকে ‘খেলনা বাড়ি’কে হারিয়ে তৃতীয় স্থান দখল করে নিয়েছে ‘গৌরী এল’ সিরিয়ালটি। ডাক্তারবাবুর অন্ধবিশ্বাসের প্রতি ঘৃণা এবং গৌরীর অলৌকিক ক্ষমতার দ্বন্দ্ব দর্শক তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করছে। ‘গৌরী এল’ পেয়েছে ৮.১ পয়েন্ট। ‘খেলনা বাড়ি’ সে জায়গায় চতুর্থ আসনে। ০.১ পয়েন্টে পিছিয়ে আছে। পেয়েছে ৮.০ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। গত সপ্তাহে ৭.৬ থেকে পয়েন্ট বেড়ে হয়েছে ৭.৭।

অন্যদিকে ভালই পারফর্ম করেছে আরও একটি নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’। এ সপ্তাহে যদিও পয়েন্ট কমেছে খানিক। ৭.৮ থেকে হয়েছে ৭.৫। ‘গাঁটছড়া’ এবং ‘আলতা ফড়িং’ পেয়েছে ৭.২।

সিরিয়ালের টিআরপি টক্কর থাকবেই। তবে একথাও সত্যি, কিছু সিরিয়াল টিআরপিতে সে রকম জায়গা না পেলেও দর্শকের চর্চায় স্থান পায়। তাই হঠাৎই সিরিয়াল বন্ধের খবরে মন ভাঙে দর্শকের। আর ভাঙবে নাই বা কেন? পরিবারের সদস্য় হয়ে ওঠা চরিত্রদের সঙ্গে দুঃখ-কষ্ট ভাগ করেন তো দর্শকই।