Tunisha Sharma: ‘উর্দু শেখাত, হিজাব পরাত…’, শিজানের বিরুদ্ধে ফের সরব তুনিশার পরিবার

Bollywood Actor Death: অভিনেত্রী তুনিশা শর্মা প্রয়াত হয়েছেন দিন কয়েক আগেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শুটিং চলাকালীনই সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তিনি।

Tunisha Sharma: 'উর্দু শেখাত, হিজাব পরাত...', শিজানের বিরুদ্ধে ফের সরব তুনিশার পরিবার
শিজানের বিরুদ্ধে ফের সরব তুনিশার পরিবার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 11:24 AM

অভিনেত্রী তুনিশা শর্মা প্রয়াত হয়েছেন দিন কয়েক আগেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শুটিং চলাকালীনই সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তিনি। তাঁর মৃত্যুর পর থেকেই সামনে আসছে একের পর এক চমকে দেওয়া সব তথ্য। মেয়ের এই করুণ পরিণতির জন্য প্রথম থেকেই প্রেমিক শিজান খানকে দায়ী করেছিল তুনিশার পরিবার। ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রয়েছেন সিজান। এরই মাঝে ফের একবার তাঁকে নিয়ে সরব তুনিশার মা বনিতা শর্মা। তিনি বলেন, “নিজের পরিবারের সঙ্গে তুনিশাকে এতটাই জড়িয়ে নিয়েছিল ওই ছেলে যে আমার মেয়েও ক্রমে ।আমার থেকে দূরে সরে যাচ্ছিল। তুনিশাকে ও ফাঁসিয়েছিল। ওর পরিবার হমকি দিত। ওকে উর্দু শেখানো হয়েছিল। ও উর্দুতে কথা বলতেও শুরু করে।” এর আগে তুনিশার কাকা দাবি করেছিলেন, শিজানের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই নাকি হিজাব পরতে শুরু করেন তুনিশা। তাঁর আচার ব্যবহারও বদলে যায়। অন্যদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অন্য মহিলার সঙ্গেও সম্পর্ক ছিল শিজানের।

আত্মহত্যার প্ররোচণায় এই মুহূর্তে গ্রেফতার শিজান। জানা গিয়েছে, অভিনেত্রীর মৃত্যুর দিন পনেরো আগে শিজানের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। বিচ্ছেদের কারণ হিসেবে শিজান জানিয়েছেন, তাঁর পরিবার এই সম্পর্কের বিরোধী ছিলেন। এ ছাড়াও তাঁদের দুজনের মধ্যে বয়সের ফারাকও বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি তাঁর।

গত মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ইন্ডাস্ট্রি থেকে হাজির হয়েছিলেন অভনীত কউর থেক শুরু করে বিশাল জেঠওয়াসহ অনেকেই। পুলিশি তদন্তে কী উঠে আসে এখন সেটাই দেখার।