Siddhaant Vir Surryavanshi Death: জিমে প্রয়াত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী; এক্সারসাইজ়ই কি তবে সর্বনাশ ডেকে আনছে?

Siddhaant Vir Surryavanshi: সূত্র জানাচ্ছে, শরীর নিয়ে খুব সচেতন ছিলেন সিদ্ধান্ত। নিয়ত জিমে যেতেন এক্সারসাইজ় করতেন। সেটাই কাল হল অভিনেতার জীবনে।

Siddhaant Vir Surryavanshi Death: জিমে প্রয়াত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী; এক্সারসাইজ়ই কি তবে সর্বনাশ ডেকে আনছে?
প্রয়াত অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 4:42 PM

ফের জিমে এক্সারসাইজ় করতে গিয়ে দুর্ঘটনার কবলে এক অভিনেতা। প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। অভিনেতার নাম সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মাত্র ৪৬ বছর বয়সে জীবনাবসান হয়েছে তাঁর। কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার জিমে এক্সারসাইজ় করতে গিয়ে আর জীবত অবস্থায় ফেরেননি এই জনপ্রিয় অভিনেতা। কিছুদিন আগে জিমে এক্সারসাইজ় করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দিল্লির এইমসে দীর্ঘদিন চিকিৎসা চলার পরও শেষরক্ষা করা যায়নি। এবার ফের নক্ষত্র পতন। পতনের ঠিকানা সেই জিম।

সূত্র জানাচ্ছে, শরীর নিয়ে খুব সচেতন ছিলেন সিদ্ধান্ত। নিয়ত জিমে যেতেন এক্সারসাইজ় করতেন। সেটাই কাল হল অভিনেতার জীবনে। জিমে ভারী ওজন তোলা থেকে শুরু করে নানাবিধ কার্ডিয়ো এক্সারসাইজ় ছিল তাঁর রুটিনে। শরীরকে সুন্দর, ফিট ও সুস্বাস্থ্যে পরিপূর্ণ রাখতে এক্সারসাইজ়কে প্রাধান্য দিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু হিতে বিপরীতই ঘটল। জিমেই প্রাণ হারালেন সিদ্ধান্ত। হিন্দি সিরিয়াল জগতে নেমেছে শোক। অভিনেতা জয় ভানুসালী ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করে লিখেছেন, “অনেক আগে চলে গেলে”।

সুপার মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। জনপ্রিয় ‘কুসুম’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পর্দায় কেরিয়ার শুরু করেন। তারপর একতা কাপুরের অন্যান্য আরও অনেক সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হয় সিদ্ধান্তকে। সেই তালিকায় আছে ‘কসৌটি জ়িন্দেগি কে’, ‘কৃষ্ণা অর্জুন’ এবং ‘জ়িদ্দি দিল’।

সিদ্ধান্তের জীবনে ছিলেন তাঁর স্ত্রী সুপার মডেল অ্যালিসিয়া রাউত এবং দুই সন্তান। আজ তাঁদের জীবনে শূন্যতা।