Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Scam: নিয়োগ কাণ্ডে মুখে কুলুপ অধিকাংশ ‘বুদ্ধিজীবী’র! ক্ষোভ উগরে দিলেন রাহুল

Tolllywood: প্রসঙ্গত, শনিবারই শহরে কংগ্রেস, বিজেপি এই গোটা ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। পাশাপাশি এদিনই কলকাতা প্রেস ক্লাবে শহরের বিশিষ্টজনদের একটা বড় অংশ সাংবাদিক সম্মেলন করেন।

SSC Scam: নিয়োগ কাণ্ডে মুখে কুলুপ অধিকাংশ 'বুদ্ধিজীবী'র! ক্ষোভ উগরে দিলেন রাহুল
ক্ষোভ উগরে দিলেন রাহুল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2022 | 5:45 PM

অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়। গত এক সপ্তাহ ধরে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহে রাজ্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। অন্যদিকে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বিরুদ্ধে চাকরি প্রার্থীদের আন্দোলনও প্রায় ৫০০ দিন পার করেছে। তবুও এই ঘটনায় কার্যত মুখে কুলুপ এঁটেছে রাজ্যের বেশিরভাগ বিশিষ্টজন। হাতেগোণা যে কয়েকজন মুখ খুলেছেন তাঁদের মধ্যে অন্যতম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বাম সমর্থক এই অভিনেতা টিভিনাইন বাংলার কাছে কী বললেন?

অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করতে তিনি নারাজ। বরং রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের হাহাকারের উপরেই যেন থাকে ‘ফোকাস’, আর্জি তাঁর। রাহুলের কথায়, “কার কে গার্লফ্রেন্ড, তাঁদের কতটা বয়সের ফারাক এই ধরনের হাস্যকর কথা বলার অবস্থায় আমরা নেই। রাজ্য জুড়ে টাকার যে অশ্লীলতা দেখা যাচ্ছে তাতে আমাদের সকলের ওই ৫০০ দিনেরও বেশি যাঁরা কষ্ট করে যাচ্ছে তাঁদের পাশে দাঁড়াতে হবে, সংহতি জানাতে হবে।” বিশিষ্ট জনদের নীরবতা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাহুলের সোজাসাপটা কথা, “বুদ্ধিজীবী সমাজের একাংশ যদি উটপাখির মতো চোখ বন্ধ করে ভেবে থাকেন তাঁরা মরুঝড় থেকে বেঁচে যাবেন তবে তাঁরা মূর্খের গজদন্ত মিনারে বাস করছেন”।

প্রসঙ্গত, শনিবারই শহরে কংগ্রেস, বিজেপি এই গোটা ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। পাশাপাশি এদিনই কলকাতা প্রেস ক্লাবে শহরের বিশিষ্টজনদের একটা বড় অংশ সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকে বাংলায় ফের পরিবর্তনের ডাক দেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তাঁর বক্তব্য, “বাংলার সরকারকে আবার পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে সেই চেষ্টা সফল হবে।” স্কুলের গ্রুপ ডি থেকে শুরু করে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, টেট, কলেজ সার্ভিস কমিশন সব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে, এমনই মন্তব্য করে পবিত্র সরকার বলেন, “হয়ত শিক্ষাক্ষেত্রেই এটা সীমাবদ্ধ নেই, দমকল কর্মীদের ক্ষেত্রে হয়েছে হয়ত, রেশন কর্মীদের নিয়োগে হয়েছে। সর্বত্র টাকা নেওয়া, তোলাবাজি চলছে।”